ঢাবি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন নিহত ও তিন নেতা নিখোঁজের ঘটনায় বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।
মিছিলে বামপন্থী ও প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবিও জানায়।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, গণতান্ত্রিক ছাত্রজোট পাহাড়ে হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিল বের করলে সেখানে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা জড়ো হয়ে তাঁদের ওপর হামলা করে। তবে ছাত্রলীগের দাবি রাজু ভাস্কর্যের পাদদেশে বসানো ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখা সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের মারধর করেছে।
ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ঢাবি শাখার আহবায়ক জাবির আহমেদ জুবেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, কর্মী অমিত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) কর্মী মোজাম্মেল হকসহ ১০-১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রজোটের নেতা-কর্মীরা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি সালামান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে হত্যাকান্ড, সেনাবাহিনী প্রত্যাহার এবং সারাদেশের গুম-খুনের প্রতিবাদে টিএসসি থেকে মশাল মিছিল বের করি। ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে হল পাড়ার (হলচত্বর) দিকে গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। পরে সেখান থেকে রাজু ভাস্কর্যের পাশে মিলন চত্বরে সমাবেশ করলে সেখানে হামলা করে।’
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে বসানো ‘থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখা সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার কারণে হামলা করা হয়েছে কি না জানতে চাইলে সালমান বলেন, ‘আমাদের কেউ ব্যানার ছিঁড়ে নাই। যারা মনে করেছে রাজু ভাস্কর্যের সামনে ব্যানারটি বেমানান, তাঁরা ছিঁড়েছে।’
এদিকে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব নাটক সাজিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।’
হামলার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি আবেগের নাম, উনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ব্যানারে ছিঁড়ে ফেলার কারণে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ছাত্রজোটের নেতা-কর্মীদের মারধর করেছে। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে, আমাকেও ফোন দেওয়া হচ্ছে, তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করতে। তাঁদের কন্ট্রোল করা যাচ্ছে না। ছাত্রজোটের নেতা-কর্মীরা যদি ক্ষমা না চায়, তাহলে যেকোনো কিছু ঘটতে পারে।’
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে গতকাল সোমবার রাতে পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহতরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এ ছাড়া নিখোঁজ তিনজনের মধ্যে দুজন হলেন—পিসিপির সাবেক কেন্দ্রীয় সদস্য হরি কমল ত্রিপুরা ও নীতিদত্ত চাকমা।
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজন নিহত ও তিন নেতা নিখোঁজের ঘটনায় বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।
মিছিলে বামপন্থী ও প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবিও জানায়।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, গণতান্ত্রিক ছাত্রজোট পাহাড়ে হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিল বের করলে সেখানে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা জড়ো হয়ে তাঁদের ওপর হামলা করে। তবে ছাত্রলীগের দাবি রাজু ভাস্কর্যের পাদদেশে বসানো ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখা সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাঁদের মারধর করেছে।
ছাত্রলীগের হামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ঢাবি শাখার আহবায়ক জাবির আহমেদ জুবেল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, কর্মী অমিত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) কর্মী মোজাম্মেল হকসহ ১০-১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রজোটের নেতা-কর্মীরা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি সালামান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে হত্যাকান্ড, সেনাবাহিনী প্রত্যাহার এবং সারাদেশের গুম-খুনের প্রতিবাদে টিএসসি থেকে মশাল মিছিল বের করি। ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে হল পাড়ার (হলচত্বর) দিকে গেলে সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। পরে সেখান থেকে রাজু ভাস্কর্যের পাশে মিলন চত্বরে সমাবেশ করলে সেখানে হামলা করে।’
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে বসানো ‘থ্যাংক ইউ শেখ হাসিনা’—লেখা সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার কারণে হামলা করা হয়েছে কি না জানতে চাইলে সালমান বলেন, ‘আমাদের কেউ ব্যানার ছিঁড়ে নাই। যারা মনে করেছে রাজু ভাস্কর্যের সামনে ব্যানারটি বেমানান, তাঁরা ছিঁড়েছে।’
এদিকে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব নাটক সাজিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।’
হামলার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি আবেগের নাম, উনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ব্যানারে ছিঁড়ে ফেলার কারণে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে। সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ছাত্রজোটের নেতা-কর্মীদের মারধর করেছে। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে, আমাকেও ফোন দেওয়া হচ্ছে, তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করতে। তাঁদের কন্ট্রোল করা যাচ্ছে না। ছাত্রজোটের নেতা-কর্মীরা যদি ক্ষমা না চায়, তাহলে যেকোনো কিছু ঘটতে পারে।’
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে গতকাল সোমবার রাতে পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহতরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এ ছাড়া নিখোঁজ তিনজনের মধ্যে দুজন হলেন—পিসিপির সাবেক কেন্দ্রীয় সদস্য হরি কমল ত্রিপুরা ও নীতিদত্ত চাকমা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে