নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম ও তাঁর স্ত্রী মিসেস শায়লা আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সাইদুল ইসলাম বর্তমানে বিভাগীয় পাসপোর্ট অফিস চট্টগ্রামে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম নিজ নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা অর্জন করেন। একইভাবে সাইদুলের অবৈধ আয়ে তাঁর স্ত্রী শায়লা আক্তার ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে এই দম্পতির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা ও তা ভোগদখলে রাখার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে এজাহারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরে কল করা হলে তাঁর ফোনটি রিসিভ করেন অন্য একজন। জানালেন তাঁর নাম মাহমুদ, তিনি পরিচালক সাইদুল ইসলামের পিএ (ব্যক্তিগত সহকারী)।
নিউজের বক্তব্য নেওয়ার বিষয়টি জানালে মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার লাঞ্চে গেছে, স্যার আসলে আমি স্যারকে জানাব।’ এরও ৪৫ মিনিট পর ফোন করা হলে মাহমুদ আবারও জানালেন, তিনি এখনো আসেননি। পরে আরও কয়েকবার চেষ্টা করলেও ফোনটি কেউ আর ধরেননি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১১ জানুয়ারি এক ভারতীয় নাগরিককে ঘুষ নেওয়ার মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক ডজনের মতো কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদকের সেই নোটিশে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সাইদুল ইসলামকেও।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম ও তাঁর স্ত্রী মিসেস শায়লা আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সাইদুল ইসলাম বর্তমানে বিভাগীয় পাসপোর্ট অফিস চট্টগ্রামে পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামি ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সাবেক পরিচালক মো. সাইদুল ইসলাম নিজ নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা অর্জন করেন। একইভাবে সাইদুলের অবৈধ আয়ে তাঁর স্ত্রী শায়লা আক্তার ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদকের অনুসন্ধানে এই দম্পতির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা ও তা ভোগদখলে রাখার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে এজাহারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বরে কল করা হলে তাঁর ফোনটি রিসিভ করেন অন্য একজন। জানালেন তাঁর নাম মাহমুদ, তিনি পরিচালক সাইদুল ইসলামের পিএ (ব্যক্তিগত সহকারী)।
নিউজের বক্তব্য নেওয়ার বিষয়টি জানালে মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার লাঞ্চে গেছে, স্যার আসলে আমি স্যারকে জানাব।’ এরও ৪৫ মিনিট পর ফোন করা হলে মাহমুদ আবারও জানালেন, তিনি এখনো আসেননি। পরে আরও কয়েকবার চেষ্টা করলেও ফোনটি কেউ আর ধরেননি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১১ জানুয়ারি এক ভারতীয় নাগরিককে ঘুষ নেওয়ার মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের এক ডজনের মতো কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদকের সেই নোটিশে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সাইদুল ইসলামকেও।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে