Ajker Patrika

একদিনে ২৪২ ডেঙ্গু রোগী ভর্তি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে ২৪২ ডেঙ্গু রোগী ভর্তি  

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪২ জন। যা আগেরদিন ছিল ২১৩ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২২১ জন। আর বাইরে ২১ জন। আগেরদিন ঢাকায় ভর্তি হয়েছিলেন ১৮৮ জন। ঢাকার বাইরে ২৫ জন। 

দেশে চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৬ জন। আর গত জুলাই মাসে শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩১ জন, শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, বিএসএমএমইউতে ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৫ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫১৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৮৯৬ জন। আর রাজধানীর ৪১টি সরকারি,বে-সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮২৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৭২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত