নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট–বিমানবন্দর রুটে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হলো। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আটটি দ্বিতল বাস বিরতিহীনভাবে চলাচল করবে এই রুটে। এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য এই বাসে যাত্রীদের বর্ধিত ভাড়া দিতে হবে না।
আজ সোমবার বেলা ১১টা ২৭ মিনিটে ফার্মগেটের খেজুর বাগান বাসস্ট্যান্ড থেকে যাত্রীদের সঙ্গে সাংবাদিকদের নিয়ে বিআরটিসির বাস বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।
বিজয় সরণি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে ১১টা ৫০ মিনিটে টোল পরিশোধের পর বিরতিহীন যাত্রা শেষে ১২টা ৬ মিনিটে বাসটি বিমানবন্দরে পৌঁছায়।
বাসে তাঁর ৮ বছর বয়সী মেয়ে সাঈদা আরিবাকে নিয়ে উঠেছিলেন আবদুল্লাহ হাদি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এর আগে অনেকবার এই রাস্তায় গিয়েছি। তবে সেটি দীর্ঘ সময়ের পথ ছিল। আজ ১৫ মিনিটে যাওয়া যাবে।’
এক্সপ্রেসওয়েতে উঠায় উচ্ছ্বাস প্রকাশ করে আরিবা আব্দুল্লাহ বলে, ‘অনেক মজা লাগছে। বাবা, আমি আর বোন বাসে উঠেছি। এটা দোতলা বাস। সব সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলছে।’
ফরিদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘মাঝেমধ্যেই বিমানবন্দর এলাকায় কাজ থাকলেও যাওয়া নিয়ে চিন্তায় পড়ে যাই। তবে এখন থেকে অনেক সুবিধা হবে।’
আজ বাস চালু করার সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব আমিন এ বি এম আমিন উল্লাহ নুরী ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা। জসীমউদ্দীন অ্যাভিনিউ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের নিয়ে বিআরটিসির বাস এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও না থেমে ফার্মগেটে নামবে। ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর, উত্তরা অভিমুখী যাত্রীদের তুলবে সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে; যা গণপরিবহনের নতুন একটি রুট হবে।
তাজুল ইসলাম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর উত্তরার জসীমউদ্দীন অ্যাভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থার কারণে বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না। পরে টোল যোগ করে যে ভাড়া হবে, সেই ভাড়া নেওয়া হবে।
প্রসঙ্গত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই পথে ১৬ বা এর বেশি আসনের পরিবহনের টোল ১৬০ টাকা।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট–বিমানবন্দর রুটে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হলো। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আটটি দ্বিতল বাস বিরতিহীনভাবে চলাচল করবে এই রুটে। এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য এই বাসে যাত্রীদের বর্ধিত ভাড়া দিতে হবে না।
আজ সোমবার বেলা ১১টা ২৭ মিনিটে ফার্মগেটের খেজুর বাগান বাসস্ট্যান্ড থেকে যাত্রীদের সঙ্গে সাংবাদিকদের নিয়ে বিআরটিসির বাস বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।
বিজয় সরণি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে ১১টা ৫০ মিনিটে টোল পরিশোধের পর বিরতিহীন যাত্রা শেষে ১২টা ৬ মিনিটে বাসটি বিমানবন্দরে পৌঁছায়।
বাসে তাঁর ৮ বছর বয়সী মেয়ে সাঈদা আরিবাকে নিয়ে উঠেছিলেন আবদুল্লাহ হাদি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এর আগে অনেকবার এই রাস্তায় গিয়েছি। তবে সেটি দীর্ঘ সময়ের পথ ছিল। আজ ১৫ মিনিটে যাওয়া যাবে।’
এক্সপ্রেসওয়েতে উঠায় উচ্ছ্বাস প্রকাশ করে আরিবা আব্দুল্লাহ বলে, ‘অনেক মজা লাগছে। বাবা, আমি আর বোন বাসে উঠেছি। এটা দোতলা বাস। সব সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলছে।’
ফরিদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘মাঝেমধ্যেই বিমানবন্দর এলাকায় কাজ থাকলেও যাওয়া নিয়ে চিন্তায় পড়ে যাই। তবে এখন থেকে অনেক সুবিধা হবে।’
আজ বাস চালু করার সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব আমিন এ বি এম আমিন উল্লাহ নুরী ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।
আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠা-নামা করতে পারবেন যাত্রীরা। জসীমউদ্দীন অ্যাভিনিউ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের নিয়ে বিআরটিসির বাস এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও না থেমে ফার্মগেটে নামবে। ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর, উত্তরা অভিমুখী যাত্রীদের তুলবে সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় সরণি থেকে; যা গণপরিবহনের নতুন একটি রুট হবে।
তাজুল ইসলাম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর উত্তরার জসীমউদ্দীন অ্যাভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থার কারণে বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না। পরে টোল যোগ করে যে ভাড়া হবে, সেই ভাড়া নেওয়া হবে।
প্রসঙ্গত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এই পথে ১৬ বা এর বেশি আসনের পরিবহনের টোল ১৬০ টাকা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে