ঢাবি প্রতিনিধি
কুমিল্লায় যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আজ শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার রানীর বাজার সড়কে হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে শাহবাগ অবরোধ করা হয়। পরে পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দেওয়া হয়।
এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়। সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়।
পরে কুমিল্লায় হামলার খবরে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ সরে যেতে বললে তাঁরা সরে যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কুমিল্লায় হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে। সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেওয়ার একটি সক্রিয় পাঁয়তারা চলছে। কুমিল্লায় সমাবেশে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা ঘরে থাকব না। পুলিশের অনুরোধ ও মানবিকতার দোহাই মানব না।’
তিনি বলেন, ‘কুমিল্লার এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে আমরা তাঁকে ভোট দিতে পারব না। মুন্সিগঞ্জের এমপি মৃণাল কান্তিকে স্থানীয় পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব মালাউন বলে গালিগালাজ করেছে। আমরা এসবের শাস্তি দাবি করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নেবেন।’
মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের পূর্বঘোষিত এ কর্মসূচি ছিল।
সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় ভর্ৎসনা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
আরও পড়ুন:
কুমিল্লায় যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। আজ শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার রানীর বাজার সড়কে হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে শাহবাগ অবরোধ করা হয়। পরে পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দেওয়া হয়।
এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়। সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়।
পরে কুমিল্লায় হামলার খবরে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ সরে যেতে বললে তাঁরা সরে যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কুমিল্লায় হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে। সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেওয়ার একটি সক্রিয় পাঁয়তারা চলছে। কুমিল্লায় সমাবেশে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা ঘরে থাকব না। পুলিশের অনুরোধ ও মানবিকতার দোহাই মানব না।’
তিনি বলেন, ‘কুমিল্লার এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে আমরা তাঁকে ভোট দিতে পারব না। মুন্সিগঞ্জের এমপি মৃণাল কান্তিকে স্থানীয় পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব মালাউন বলে গালিগালাজ করেছে। আমরা এসবের শাস্তি দাবি করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নেবেন।’
মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং শারদীয় দুর্গাপূজার ছুটি তিন দিন করার দাবিতে ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের পূর্বঘোষিত এ কর্মসূচি ছিল।
সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানানোর একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় ভর্ৎসনা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫