নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সনজয় চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষিকা। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলাটি দায়ের করা হয়। সনজয় চক্রবর্তী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত আছেন। তিনি রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক।
বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজকের পত্রিকার কাছে সনজয় দাবি করেন, বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। হয়রানি করার জন্য চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে উপ-সচিব সনজয়ের সঙ্গে ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। তারপর থেকে নিয়মিত ফেসবুক মেসেঞ্জারসহ সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ বাড়তে পারে। পরে ব্যক্তিগত মোবাইল ফোনেও কথা বলা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তের প্রেমের প্রস্তাব পেয়ে রাজি হন ওই নারী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের এপ্রিল মাসে সনজয় চক্রবর্তী বাদীকে লঞ্চে চাঁদপুর ভ্রমণের প্রস্তাব দিলে তিনি রাজি হন। যাতায়াতের সময় কেবিনে অভিযুক্ত শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রথমে ওই নারী অসম্মতি জানান। পরে সনজয় চক্রবর্তী বিয়ের প্রস্তাব দিলে তিনি শারীরিক সম্পর্কে রাজি হন। এরপরের মাসেও একইভাবে লঞ্চ ভ্রমণের সময় আবারও তারা মিলিত হন।
সবশেষ ২০১৯ সালের মে মাসে ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়।
তরুণী অভিযোগে জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে তিনি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। যে কারণে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেন।
আজকের পত্রিকাকে ওই নারী বলেন, বিয়ের দাবিতে তিনি যখন যোগাযোগ করছিলেন তখন নানাভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তিনি যেখানে চাকরি করেন সেখান থেকেও চাকরিচ্যুত করার নানা চেষ্টা করেছেন সনজয়। আরেক তরুণীকে একই ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করার সময় তিনি প্রতিবাদ করলে তাকে আইসিটি মামলা দেওয়ারও হুমকি দেন ওই উপ সচিব।
ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য চলতি ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তার কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে আবারও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত তাকে চেনেন না এমন বক্তব্যের বিষয়ে জানতে স্কুল শিক্ষিকা আজকের পত্রিকার কাছে তাদের দুজনের কথোপকথন এবং পরিচয়ের বেশ কিছু প্রমাণ পাঠান।
বাদীর আইনজীবী সায়েদুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, মামলা পিবিআই তদন্ত করবে। ভুক্তভোগী অভিযোগ করেছেন আসামি খুবই শক্তিশালী। তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সনজয় চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন এক শিক্ষিকা। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলাটি দায়ের করা হয়। সনজয় চক্রবর্তী বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত আছেন। তিনি রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির প্রকল্প পরিচালক।
বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজকের পত্রিকার কাছে সনজয় দাবি করেন, বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। হয়রানি করার জন্য চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, ২০১৮ সালের ডিসেম্বর মাসে উপ-সচিব সনজয়ের সঙ্গে ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। তারপর থেকে নিয়মিত ফেসবুক মেসেঞ্জারসহ সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগ বাড়তে পারে। পরে ব্যক্তিগত মোবাইল ফোনেও কথা বলা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তের প্রেমের প্রস্তাব পেয়ে রাজি হন ওই নারী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের এপ্রিল মাসে সনজয় চক্রবর্তী বাদীকে লঞ্চে চাঁদপুর ভ্রমণের প্রস্তাব দিলে তিনি রাজি হন। যাতায়াতের সময় কেবিনে অভিযুক্ত শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রথমে ওই নারী অসম্মতি জানান। পরে সনজয় চক্রবর্তী বিয়ের প্রস্তাব দিলে তিনি শারীরিক সম্পর্কে রাজি হন। এরপরের মাসেও একইভাবে লঞ্চ ভ্রমণের সময় আবারও তারা মিলিত হন।
সবশেষ ২০১৯ সালের মে মাসে ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়।
তরুণী অভিযোগে জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে তিনি থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। যে কারণে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেন।
আজকের পত্রিকাকে ওই নারী বলেন, বিয়ের দাবিতে তিনি যখন যোগাযোগ করছিলেন তখন নানাভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তিনি যেখানে চাকরি করেন সেখান থেকেও চাকরিচ্যুত করার নানা চেষ্টা করেছেন সনজয়। আরেক তরুণীকে একই ভাবে ফাঁদে ফেলার চেষ্টা করার সময় তিনি প্রতিবাদ করলে তাকে আইসিটি মামলা দেওয়ারও হুমকি দেন ওই উপ সচিব।
ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য চলতি ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তার কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে আবারও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত তাকে চেনেন না এমন বক্তব্যের বিষয়ে জানতে স্কুল শিক্ষিকা আজকের পত্রিকার কাছে তাদের দুজনের কথোপকথন এবং পরিচয়ের বেশ কিছু প্রমাণ পাঠান।
বাদীর আইনজীবী সায়েদুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, মামলা পিবিআই তদন্ত করবে। ভুক্তভোগী অভিযোগ করেছেন আসামি খুবই শক্তিশালী। তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫