Ajker Patrika

ঢাবির সিনেটে এক্সপাঞ্জ করা হলো ‘বাংলাদেশ জিন্দাবাদ’

ঢাবি প্রতিনিধি
ঢাবির সিনেটে এক্সপাঞ্জ করা হলো ‘বাংলাদেশ জিন্দাবাদ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সাদা দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান ব্যবহার করেচিলেন। পরে শব্দটি এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেছেন সিনেট চেয়্যারম্যান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটর বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ২০২২-২৩ অধিবেশনের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ। 

বাজেট নিয়ে আলোচনা শেষে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগপন্থী নীল দল থেকে নির্বাচিত সিনেট শিক্ষক প্রতিনিধি টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মো. শফিউল আলম ভূঁইয়া এ নিয়ে আপত্তি তোলেন। তিনি জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ না বলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় শব্দটি প্রত্যাহারের দাবি জানান। 

প্রত্যুত্তরে সিনেট চেয়্যারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান শব্দটি এক্সপাঞ্জ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত