শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
রাজধানীর কদমতলী এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ এলাকায় গ্যাস-সংকট চলছে। বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলে না, ফলে বাধ্য হয়ে শুকনো খাবার কিংবা হোটেল থেকে কিনে খেতে হচ্ছে। এতে বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, এলাকার গ্যাস পাইপলাইন ২৫-৩০ বছরের পুরোনো। লিকেজের কারণে স্যুয়ারেজের পানি পাইপলাইনে ঢুকে গ্যাস সরবরাহ ব্যাহত করছে। বিগত সরকারের আমলে বহুবার অভিযোগ জানানো হলেও সমাধান মেলেনি। রমজান মাসেও যদি গ্যাস-সংকট চলতে থাকে, তাহলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিল দিতে হচ্ছে। অন্যদিকে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে, যা আর্থিকভাবে ক্ষতিসাধন করছে।
এ মানববন্ধনে নেতৃত্ব দেন ৬০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার খোরশেদ আলম খোকন ও হাজী লুৎফর রহমান। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯, ৬০ ও ৫৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ, মেরাজনগর, কদমতলী, শ্যামপুর, স্মৃতিধারা, পলাশপুর, বাকচর, ঢাকাম্যাচ, জনতাবাগসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে