Ajker Patrika

ড্যাফোডিল ইউনিভার্সিটি ছুটি, ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৩: ৪৯
ড্যাফোডিল ইউনিভার্সিটি ছুটি, ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ ও ক্যাম্পাস ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল। সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন এবং সর্বশেষ দুপুর ১২টার দিকে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন এখন ক্যাম্পাস ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি মিটিংয়ে বসবে। তারপর পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত। 

ক্যাম্পাস ছাড়ছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাগত ২৭ অক্টোবর পূর্বশত্রুতার জেরে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল হাসান অন্তর মারধরের শিকার হয়ে ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় বাজারে দোকানপাট ভাঙচুর করেন। এ নিয়ে কয়েক দিন ধরেই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল রাতে মসজিদ থেকে মাইকিং করে স্থানীয়রা হামলা চালান শিক্ষার্থীদের ওপর। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ৮-১০ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এদিকে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা রাহাত নামে এক আসামিকে ৩ নভেম্বর গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত