Ajker Patrika

রাস্তার মাঝে ভাঙা পিলার, রাতে তিন ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় পুলিশসহ আহত ৭

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১: ০১
রাস্তার মাঝে ভাঙা পিলার, রাতে তিন ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনায় পুলিশসহ আহত ৭

রাজধানীর উত্তরায় মহাসড়কের মাঝে থাকা এক ভাঙা পিলারে একের পর এক দুর্ঘটনা ঘটছে। সোমবার (৮ এপ্রিল) পৃথক দুটি দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

পিলারটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকার মহাসড়কের মাঝে ভেঙে ফেলা ফুট ওভারব্রিজের অংশবিশেষ। 

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ওই খুঁটিতে দুর্ঘটনা ঘটছে। গত সোমবার (৮ এপ্রিল) রাত ১০টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দুটি দুর্ঘটনায় তিনজন পুলিশ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী, একজন মাইক্রোবাসচালক ও একজন গ্যানমান আহত হয়েছেন।

রাত ১০টার দিকে গাজীপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকায় প্রবেশ করার সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হন কাঞ্চন দাস (৩১) ও দিপন দাস দিব্য (২২)। তাঁদের হাসপাতালে নিয়ে যান উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহুরুল ইসলাম।

আহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমনি এলাকার রাধা কান্ত দাসের ছেলে কাঞ্চন দাস ও মিরপুর-২-এর ডি ব্লকের গোপাল চন্দ্র দাসের ছেলে দীপন দাস দিব্য। তারা মামাতো-ফুফাতো ভাই। 

এএসআই জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাঞ্চন ও দীপন গাজীপুর থেকে মিরপুরে যাচ্ছিলেন। পথে মহাসড়কের রাজলক্ষ্মীর পুরাতন ফুট ওভারব্রিজে থেকে যাওয়া পিলারে তাঁদের মোটরসাইকেল ধাক্কা লেগে দুজনই আহত হন। তাঁদের উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মামা রামচন্দ্র দাস এসে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওই ঘটনার তিন ঘণ্টার মাথায় রাত ১টার দিকে গাজীপুর থেকে মানি এস্কর্ট দিয়ে ঢাকায় ফেরার পথে একই পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনজন পুলিশ সদস্যসহ পাঁচজন। এতে অরনেট সিকিউরিটি কোম্পানির হায়েচ গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। আর ওই গাড়িতে থাকা গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন মিয়া, কনস্টেবল গাউস মিয়া, কনস্টেবল মুক্তাল হোসেন, সিকিউরিটি কোম্পানির গ্যানম্যান লিটু চাকলাদার (৪২) ও চালক মেহেদী হাসান (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ট্রাফিক পুলিশ ও থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে উত্তরা পূর্ব থানায় রাখা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, আহত পুলিশ সদস্যরা গুলশান থানার অধীন দায়িত্বরত ছিলেন। গুলশান-২-এর স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ধাউস বাংলাদেশ নামের একটি কোম্পানির টাকা গাজীপুরের মৌচাক এলাকায় এস্কর্ট দিয়ে ফেরার পথে রাজলক্ষ্মীতে এ দুর্ঘটনা ঘটে।

তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার এসআই মোজাম্মেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'অরনেট সিকিউরিটি কোম্পানি নামের একটি মানি এক্সচেঞ্জের গাড়ি গাজীপুরে টাকা দিয়ে গুলশানে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজন পুলিশ, একজন ড্রাইভার ও একজন গ্যানম্যান রয়েছেন।'

রাস্তা মাঝে ভাঙা পিলারের অংশ বিশেষ। ছবি: আজকের পত্রিকাওই মানি এক্সচেঞ্জ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুরে টাকা দিয়ে ফেরার পথে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আমাদের হায়েচ গাড়ির সামনে একটি মাইক্রোবাস ছিল। দুটিই ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চলছিল। সামনের মাইক্রোবাসটি রাস্তার মাঝের পিলারটা দেখার পরপরই হঠাৎ বাঁয়ে মোড় নেয়। কিন্তু আমাদের গাড়ির চালক সেটি দেখার আগেই ওই পিলারের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যসহ সবাই আহত হন। চালকের পা ভেঙে গেছে। সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত পুলিশ সদস্যরা এখন বিপদমুক্ত।

উত্তরা পূর্ব থানার ওসি মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজলক্ষ্মীতে ভেঙে ফেলা ফুট ওভারব্রিজটির একটি খুঁটি মাঝ রাস্তার ওপর রয়ে গেছে। রাতের বেলায় সেটি দূর থেকে দেখা যায় না। গত কয়েক দিনেই সেখানে তিন-চারটি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি মানি এক্সেঞ্জের গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) নাবিদ কামাল শৈবাল আজকের পত্রিকাকে বলেন, রাস্তার এসব অবশিষ্ট অংশ দ্রুত সরানোর ব্যবস্থা করতে হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে ওই পিলারের অংশবিশেষ। ফলে দ্রুতগতিতে আসা গাড়ির চালকের চোখ অনেক সময় এড়িয়ে যায়। পরপর কয়েকটি দুর্ঘটনার কারণে উত্তরা পূর্ব থানার পুলিশের পক্ষ থেকে পিলারের চারপাশে অস্থায়ীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত