ঢাবি প্রতিনিধি
দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই—বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীর মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে সাদা দলের আয়োজনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই, গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার সেটি বর্তমান সরকার নষ্ট করে ফেলেছে। এ সরকার একটি অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট এবং চরম কর্তৃত্ববাদী সরকার। এই সরকার মানুষের সকল মূল্যবোধকে ধ্বংস করে ফেলেছে।’
লুৎফর রহমান বলেন, ‘বর্তমানে মানুষ ভীত ও সন্ত্রস্ত। কেননা তারা বিগত কয়েক নির্বাচনে ভোট দিতে পারে নাই। ২০০৮ সালে একটি পাতানো নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, ২০১৪ সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই-কেননা, নির্বাচনে ভোট দেওয়ার মত পরিস্থিতি তখন ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সরকার কথা দিয়েছিল, একটি ইনক্লুসিভ, পার্টিসিপেটরী সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিশ্বাস রেখে সকল দল অংশগ্রহণ করলেও প্রশাসন ও পুলিশের সহায়তায় সেটি অনুষ্ঠিত হয়েছে তার আগেরদিন রাতে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক। শিক্ষকেরা একাডেমিক কাজে ব্যস্ত থাকে, টিচিং, রিসার্চ এবং অন্যান্য একাডেমিক কাজ করে থাকে—তার বাইরেও দেশের গণতন্ত্র বিপন্ন হলে, সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটি মোকাবিলায় কাজ করেছে এবং একর্ডিংলি সেটির মাধ্যমে জাতি মুক্তি লাভ করেছে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালে দেশের ১৮ কোটি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, ভোটাধিকারের দাবির প্রতি সমর্থন জানাতে আমরা একত্রিত হয়েছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি অধ্যাপক আখতার হোসাইন খান, সাদা দলের জীব বিজ্ঞান অনুষদের সাবেক আহ্বায়ক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সিনেট সদস্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই—বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীর মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে সাদা দলের আয়োজনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই, গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার সেটি বর্তমান সরকার নষ্ট করে ফেলেছে। এ সরকার একটি অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট এবং চরম কর্তৃত্ববাদী সরকার। এই সরকার মানুষের সকল মূল্যবোধকে ধ্বংস করে ফেলেছে।’
লুৎফর রহমান বলেন, ‘বর্তমানে মানুষ ভীত ও সন্ত্রস্ত। কেননা তারা বিগত কয়েক নির্বাচনে ভোট দিতে পারে নাই। ২০০৮ সালে একটি পাতানো নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, ২০১৪ সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই-কেননা, নির্বাচনে ভোট দেওয়ার মত পরিস্থিতি তখন ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সরকার কথা দিয়েছিল, একটি ইনক্লুসিভ, পার্টিসিপেটরী সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিশ্বাস রেখে সকল দল অংশগ্রহণ করলেও প্রশাসন ও পুলিশের সহায়তায় সেটি অনুষ্ঠিত হয়েছে তার আগেরদিন রাতে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক। শিক্ষকেরা একাডেমিক কাজে ব্যস্ত থাকে, টিচিং, রিসার্চ এবং অন্যান্য একাডেমিক কাজ করে থাকে—তার বাইরেও দেশের গণতন্ত্র বিপন্ন হলে, সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটি মোকাবিলায় কাজ করেছে এবং একর্ডিংলি সেটির মাধ্যমে জাতি মুক্তি লাভ করেছে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালে দেশের ১৮ কোটি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, ভোটাধিকারের দাবির প্রতি সমর্থন জানাতে আমরা একত্রিত হয়েছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি অধ্যাপক আখতার হোসাইন খান, সাদা দলের জীব বিজ্ঞান অনুষদের সাবেক আহ্বায়ক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সিনেট সদস্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫