নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
ঢাকা: মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপপুত্র শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মুনিয়ার ভাই আশিকুর রহমান। এই মামলা করেত ১০ লাখ টাকা নিয়েছেন মুনিয়ার ভাই। ‘আত্মহত্যায় প্ররোচণা' মামলা ভিন্ন খাতে নিতে এ মামলা করতে টাকা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এমন অভিযোগ করেছেন মুনিয়ার বোন নুসরাত ও দুলা ভাই মিজানুর রহমান।
মুনিয়ার বড় বোন নুসরাত জাহান আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলার বাদী আশিকুর রহমান আমার আর মুনিয়ার বড় ভাই। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছোট বোনদের কোনদিন খোঁজও নেয়নি সে। এমনকি মুনিয়া মারা গেলেও তার কোন ভূমিকা ছিল না। আমি বাদী হয়ে মামলা করার হঠাৎ ছয় দিন পর ভাইয়ের দায়িত্ব দেখাতে এসেছেন। 'আত্মহত্যায় প্ররোচণার' মামলাটিকে ভিন্ন খাতে নিতে টাকার বিনিয়মে নাজমুল করিম শারুনের বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা করেছেন।
নুসরাত জাহান আরও বলেন, আমার ভাই, তবুও বলতে দ্বিধা নেই সে একজন মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে গিয়ে হয়তো বোন হত্যার বিচার না চেয়ে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
নুসরাতের স্বামী মিজানুর রহমান বলেন, আমরা নিরাপত্তা চেয়ে এরইমধ্যে থানায় জিডি করেছি। বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করায় তাঁরা নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছেন। জিডিতে এটাও লেখা আছে, অভিযুক্তরা সমোঝোতা করার চেষ্টা করছেন। সেটা যখন আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, ঠিক তখন টাকা দিয়ে মুনিয়ার ভাইয়ের মাধ্যমে আরেক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। যেন আগের মামলাটা হালকা হয়ে যায়। এটাও জানতে পেরেছি এসব ঘটনায় নাকি ১০ লাখ টাকা লেনদেনও হয়েছে।
আশিকুর রহমানের ফোনে ফোন দিয়ে টাকা বিনিময়ে মামলা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন কথা বলতে রাজি হননি তিনি।
মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ছয় দিন পর জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়ার আদালতে ওই তরুণীর ভাই আশিকুর রহমান বাদী হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
বিচারক আদেশে বলেন, মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।
গত ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতেই তরুণীর পরিবারের পক্ষ থেকে 'আত্মহত্যার প্ররোচণা' মামলায় অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। মামলার আসামী হিসেবে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ২৭ এপ্রিল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। তবে আনভীরের স্ত্রী, পরিবারের সদস্য ও গৃহকর্মীসহ আট জন গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি চার্টার্ড ফ্লাইটের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে আনভীর এখন কোথায় আছেন। সে বিষয়ে সঠিক ধারনা নেই পুলিশের কাছে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে