উত্তরা (ঢাকা), প্রতিনিধি
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে