Ajker Patrika

সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রবণতা বিষয়ে এআইইউবিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রবণতা বিষয়ে এআইইউবিতে সেমিনার

সাংবাদিকতায় বৈশ্বিক ও দেশীয় প্রবণতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে মোকাবিলা করার উপায় বিষয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) আজ মঙ্গলবার সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগ। 

‘দ্য ট্রেন্ডস অব কনটেমপোরারি জার্নালিজম: লোকাল গ্লোবাল ইন্টারঅ্যাকশন’ শীর্ষক শিরোনামের এই সেমিনারের মূল বক্তা ছিলেন ডিবিসি টেলিভিশনের এডিটর ইন চিফ ও সিইও মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন এআইইউবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদ চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়ক ও মডারেটরের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সোমা। 

গণমাধ্যমের ওপর প্রযুক্তির প্রভাবের গুরুত্ব তুলে ধরে এআইইউবির উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান বলেন, ‘আমাদের এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে হবে। এ জন্য একাডেমিক কার্যক্রমের সঙ্গে নতুন নতুন প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।’

সেমিনারের বক্তারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাল্টি টাস্কিং শেখার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, শুধু রিপোর্টিং বা শুধু এডিটিং বা শুধু ক্যামেরার কাজ জানাটা যথেষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত