নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিন চলছে। অবরোধকারীরা ঝটিকা মিছিলে নিজেদের কর্মসূচি পালন করলেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের সংখ্যাও। সেখান আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ। পরে তাঁরা গুলিস্তান এলাকায় মিছিলও করেন।
আবু আহমেদ মন্নাফী গণমাধ্যমকে বলেন, ২০১৪ সালে খালেদা জিয়ার ডাকা অবরোধ এখনো প্রত্যাহার করেনি বিএনপি। তারা রাজনীতির নামে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য, লুটপাট ও তারেক রহমানের হাওয়া ভবনের কর্মকাণ্ড এ দেশে আবার চালু করতে চায়। কিন্তু তা এ দেশে আর হবে না।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১, পল্লবী, তেজগাঁও, ফার্মগেট, তিব্বত মোড়, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁরা অবস্থান নিয়েছেন। নেতা-কর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি নেতা-কর্মীদের অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানে কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশ দেন।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতাসহ কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিন চলছে। অবরোধকারীরা ঝটিকা মিছিলে নিজেদের কর্মসূচি পালন করলেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টার দিকে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা-কর্মীদের সংখ্যাও। সেখান আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ। পরে তাঁরা গুলিস্তান এলাকায় মিছিলও করেন।
আবু আহমেদ মন্নাফী গণমাধ্যমকে বলেন, ২০১৪ সালে খালেদা জিয়ার ডাকা অবরোধ এখনো প্রত্যাহার করেনি বিএনপি। তারা রাজনীতির নামে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্য, লুটপাট ও তারেক রহমানের হাওয়া ভবনের কর্মকাণ্ড এ দেশে আবার চালু করতে চায়। কিন্তু তা এ দেশে আর হবে না।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১, পল্লবী, তেজগাঁও, ফার্মগেট, তিব্বত মোড়, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তাঁরা অবস্থান নিয়েছেন। নেতা-কর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি নেতা-কর্মীদের অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানে কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশ দেন।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতাসহ কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫