নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।
আজ সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল রোববার ঝালকাঠির নানির বাড়ি থেকে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।
নাসিরুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে ওই কিশোর যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়। কিন্তু সে বড় খালা মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। এ সময় সে লাল রঙের ক্যাপ আর মাস্ক পরে ছিল।
বাসায় প্রবেশের পর বড় খালা মরিয়ম বাসায় জানিয়ে এসেছে কি না, জানতে চাইলে সে উত্তরে জানায়, ‘মা আসতেছে, আমি আগে চলে আসছি।’ এরপর বড় খালা তার জন্য শরবত বানাতে যান। আর সেজ খালা সুফিয়া বেগম প্লেট-বাটি ধোয়ামোছা করে বারান্দার দিকে যান। এই সুযোগে ওই কিশোর বড় খালার রুম থেকে সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে। বিষয়টি তার বড় খালা দেখে ফেললে তাকে বকাবকি করেন।
বিষয়টি কিশোরের মাকে জানানোর জন্য মোবাইল খুঁজতে থাকলে ডাইনিং টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে সে। এতে বড় খালা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে এবং তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে।
চিৎকারের শব্দ শুনে সেজ খালা সুফিয়া এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে একই ছুরি দিয়ে তাঁর পেটেও আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। তখনো বড় খালা চিৎকার করায় সে রান্নাঘর থেকে শিলপাটার পাটা এনে বড় খালার মাথায় একাধিকবার আঘাত করে। পরে সেজ খালাকেও আঘাত করে।
পুলিশ জানায়, রক্তমাখা টি-শার্ট ও জিনস প্যান্ট পরিবর্তন করে সে খালাতো বোনের একটি জিনস, টি-শার্ট ও ক্যাপ পরে বাসা তালা মেরে চাবি নিয়ে বের হয়ে যায়। সেখান থেকে প্রথমে শনির আখড়ার বাসায় চলে যায়। পরদিন বিকেলে তার সেজ খালাকে দাফন করার জন্য তার নানুর বাড়ি ঝালকাঠির উদ্দেশে রওনা হয়। গতকাল সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে রক্তমাখা টি-শার্ট, দুটি জিনস প্যান্ট ও জুতা উদ্ধার করে পুলিশ।
এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, গ্রেপ্তার কিশোর স্কুল থেকে বহিষ্কৃত। হত্যার ঘটনায় শুধু সাইকেল কেনার উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু আছে, সেটি তদন্ত চলছে। টাকা চুরির ঘটনায় দুই খালাকে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার বাড়িটির দোতলায় একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর সেজ বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত, শিলপাটার আঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পশ্চিম শেওড়াপাড়ার বাড়ির সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠে। তার মুখে সার্জিক্যাল মাস্ক আর মাথায় কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর একই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া সেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোন হত্যার ঘটনায় গ্রেপ্তার কিশোর (১৪) নিহত মরিয়ম বেগম ও সুফিয়া বেগমের আপন ছোট বোনের ছেলে বলে জানিয়েছে ডিবি। খালার বাড়িতে গিয়ে সাইকেল কেনার জন্য সে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরির বিষয়টি তার মা-বাবাকে জানাতে চাইলে তখন দুই খালাকে হত্যা করে সে।
আজ সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। গতকাল রোববার ঝালকাঠির নানির বাড়ি থেকে তাকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।
নাসিরুল ইসলাম বলেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে ওই কিশোর যাত্রাবাড়ীর শনির আখড়ার বাসা থেকে প্রাইভেট পড়ানোর কথা বলে বের হয়। কিন্তু সে বড় খালা মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। এ সময় সে লাল রঙের ক্যাপ আর মাস্ক পরে ছিল।
বাসায় প্রবেশের পর বড় খালা মরিয়ম বাসায় জানিয়ে এসেছে কি না, জানতে চাইলে সে উত্তরে জানায়, ‘মা আসতেছে, আমি আগে চলে আসছি।’ এরপর বড় খালা তার জন্য শরবত বানাতে যান। আর সেজ খালা সুফিয়া বেগম প্লেট-বাটি ধোয়ামোছা করে বারান্দার দিকে যান। এই সুযোগে ওই কিশোর বড় খালার রুম থেকে সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে। বিষয়টি তার বড় খালা দেখে ফেললে তাকে বকাবকি করেন।
বিষয়টি কিশোরের মাকে জানানোর জন্য মোবাইল খুঁজতে থাকলে ডাইনিং টেবিলে থাকা ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে সে। এতে বড় খালা রক্তাক্ত অবস্থায় চিৎকার করে এবং তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে।
চিৎকারের শব্দ শুনে সেজ খালা সুফিয়া এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে একই ছুরি দিয়ে তাঁর পেটেও আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। তখনো বড় খালা চিৎকার করায় সে রান্নাঘর থেকে শিলপাটার পাটা এনে বড় খালার মাথায় একাধিকবার আঘাত করে। পরে সেজ খালাকেও আঘাত করে।
পুলিশ জানায়, রক্তমাখা টি-শার্ট ও জিনস প্যান্ট পরিবর্তন করে সে খালাতো বোনের একটি জিনস, টি-শার্ট ও ক্যাপ পরে বাসা তালা মেরে চাবি নিয়ে বের হয়ে যায়। সেখান থেকে প্রথমে শনির আখড়ার বাসায় চলে যায়। পরদিন বিকেলে তার সেজ খালাকে দাফন করার জন্য তার নানুর বাড়ি ঝালকাঠির উদ্দেশে রওনা হয়। গতকাল সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে রক্তমাখা টি-শার্ট, দুটি জিনস প্যান্ট ও জুতা উদ্ধার করে পুলিশ।
এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, গ্রেপ্তার কিশোর স্কুল থেকে বহিষ্কৃত। হত্যার ঘটনায় শুধু সাইকেল কেনার উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু আছে, সেটি তদন্ত চলছে। টাকা চুরির ঘটনায় দুই খালাকে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার বাড়িটির দোতলায় একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তাঁর সেজ বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাত, শিলপাটার আঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পশ্চিম শেওড়াপাড়ার বাড়ির সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার নীল রঙের জিনস প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠে। তার মুখে সার্জিক্যাল মাস্ক আর মাথায় কমলা রঙের ক্যাপ। পরনের কাপড় পাল্টে প্রায় দেড় ঘণ্টা পর একই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া সেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে