Ajker Patrika

মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

প্রতিনিধি, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার ঘোষআনী গ্রামে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে খরা থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন হোসেন্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ রমজান আলী।

ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মুফতী আবু নাঈম মুহাম্মদ কাউসার বলেন, বৃষ্টি না হওয়ায় দাবদাহে দেশের মানুষের বিপদ-আপদ ও দুঃখ-কষ্ট হতে থাকলে আল্লাহর দরবারে পানির চেয়ে দোয়া করা সুন্নত। একে আরবিতে বলা হয় ‘ইসতিসকা’ অর্থাৎ পানি প্রার্থনা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত