প্রতিবেদক
ঢাকা: ঢাকা মেডিকেল কলেক হাসপাতালে(ঢামেক) ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের এ সব তথ্য জানান।
পলাশ কুমার বলেন, ঢাকা মেডিকেলে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এদের অনেকেই অপরাধ স্বীকার করেছে এবং অনেকের কাছে প্রেসক্রিপশন ও ডায়াগনস্টিক সেন্টারের ব্লাডের রিপোর্ট পাওয়া গেছে।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের সব চেয়ে বড় একটি হাসপাতাল। সারা দেশের লোকজন এখানে এসে একটি সুন্দর ব্যবস্থার মধ্যে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু এই দালালেরা তাঁদের এই সুন্দর চিকিৎসা সেবা নিতে বাধা সৃষ্টি করে। দালাল বা মধ্যস্থকারীরা এই হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীদের দৈনন্দিন কাজকর্ম প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি।
পলাশ কুমার বলেন, এখানে কিছু ভুক্তভোগী ছিল তারাও আমাদের কাছে অভিযোগ করেছে। যারা সেবা নিতে আসে, দালালেরা তাদের ব্রেইন ওয়াশ করে শ্যামলী ও মোহাম্মদপুরে বিভিন্ন নামী বেনামি হাসপাতাল, ক্লিনিকে নিয়ে যায়। ওই সব ক্লিনিকে কম দামে ভালো সেবা দেবে বলে আশ্বস্ত করে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তাঁরা ভালো কোনো চিকিৎসা পান না। এই সকল অভিযোগেরও আমরা সত্যতা পেয়েছি। ওই সকল প্রাইভেট হাসপাতাল গুলেতেও আমাদের অভিযান অব্যাহত আছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে হাসপাতালের কোনো সরকারি স্টাফ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পলাশ কুমার বলেন, দু-একজন স্টাফকেও প্রথমে আটক করা হয়েছিল। তবে তাদের আইডি কার্ড দেখে ও হাসপাতালের সহকারী পরিচালক এর সত্যতা যাচাইয়ের পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফুল আলম বলেন, এখানে গ্রাম থেকে অধিকাংশ রোগী সুচিকিৎসার জন্য আসে। আমরা এসব রোগীদের সেবা দিতে কাজ করি। আমরা চাই না তারা হয়রানির শিকার হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
সরকারি কোনো কর্মচারী এসব দালালদের সঙ্গে জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, আমাদের কাছে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ঢাকা: ঢাকা মেডিকেল কলেক হাসপাতালে(ঢামেক) ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের এ সব তথ্য জানান।
পলাশ কুমার বলেন, ঢাকা মেডিকেলে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এদের অনেকেই অপরাধ স্বীকার করেছে এবং অনেকের কাছে প্রেসক্রিপশন ও ডায়াগনস্টিক সেন্টারের ব্লাডের রিপোর্ট পাওয়া গেছে।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের সব চেয়ে বড় একটি হাসপাতাল। সারা দেশের লোকজন এখানে এসে একটি সুন্দর ব্যবস্থার মধ্যে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু এই দালালেরা তাঁদের এই সুন্দর চিকিৎসা সেবা নিতে বাধা সৃষ্টি করে। দালাল বা মধ্যস্থকারীরা এই হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীদের দৈনন্দিন কাজকর্ম প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করি।
পলাশ কুমার বলেন, এখানে কিছু ভুক্তভোগী ছিল তারাও আমাদের কাছে অভিযোগ করেছে। যারা সেবা নিতে আসে, দালালেরা তাদের ব্রেইন ওয়াশ করে শ্যামলী ও মোহাম্মদপুরে বিভিন্ন নামী বেনামি হাসপাতাল, ক্লিনিকে নিয়ে যায়। ওই সব ক্লিনিকে কম দামে ভালো সেবা দেবে বলে আশ্বস্ত করে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তাঁরা ভালো কোনো চিকিৎসা পান না। এই সকল অভিযোগেরও আমরা সত্যতা পেয়েছি। ওই সকল প্রাইভেট হাসপাতাল গুলেতেও আমাদের অভিযান অব্যাহত আছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে হাসপাতালের কোনো সরকারি স্টাফ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পলাশ কুমার বলেন, দু-একজন স্টাফকেও প্রথমে আটক করা হয়েছিল। তবে তাদের আইডি কার্ড দেখে ও হাসপাতালের সহকারী পরিচালক এর সত্যতা যাচাইয়ের পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফুল আলম বলেন, এখানে গ্রাম থেকে অধিকাংশ রোগী সুচিকিৎসার জন্য আসে। আমরা এসব রোগীদের সেবা দিতে কাজ করি। আমরা চাই না তারা হয়রানির শিকার হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
সরকারি কোনো কর্মচারী এসব দালালদের সঙ্গে জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, আমাদের কাছে যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫