ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল আরোহী এক যুবককে থামিয়ে মারধর এবং মোটরসাইকেল, মুঠোফোন ও ১৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মারধর ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।
ভুক্তভোগী যুবকের নাম প্রজিত দাস (২৮)। তার বাসা নড়াইল। রাজধানীর শাহবাগ থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
প্রজিত দাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র তুষার হোসেন ও শামীমুল ইসলামের নেতৃত্বে তাঁকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তুষার ও শামীমুল ওই হল শাখা ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের ছাত্র।
তুষার হোসেন ২০১৯ সালে ছাত্রলীগের প্যানেল থেকে মাস্টারদা সূর্য সেন হল সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ও শামীমুল দুজনই বর্তমানে হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) এর অনুসারী। সোহান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
লিখিত অভিযোগে প্রজিত বলেন, ‘আমি মোটরসাইকেলে করে পলাশী থেকে টিএসসির দিকে যাচ্ছিলাম। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি চিরন্তন চত্বরে পৌঁছাতেই তুষার, শামীমুলসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন আমার মোটরসাইকেল থামায়। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তাঁরা আমাকে অকথ্য গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমার কাছ থেকে মোটরসাইকেল ও মুঠোফোন জোর করে নিয়ে যেতে চাইলে আমি প্রতিবাদ করি। তখন তুষার ও শামীমুলের সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তাঁদের থাপ্পড়ে আমার কানের পর্দা ফেটে যায়।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘মারধরের পর তুষার, শামীমুল ও তাঁদের সহযোগীরা আমার মোটরসাইকেল, মুঠোফোন ও সঙ্গে থাকা ১৭ হাজার টাকা নিয়ে নেন। পরে আমাকে সূর্য সেন হলের অতিথিকক্ষে নিয়ে আবার মারধর করেন। এরপর তাঁরা আমাকে ধাক্কা দিয়ে হলের ফটকে বের করে দিয়ে বলেন, তুই সোজা চলে যাবি, ডানে-বাঁয়ে কোথাও তাকাবি না। তাঁরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চাইলে প্রশাসন তা গুরুত্বের সঙ্গে দেখবে।’
অভিযোগের বিষয়ে জানতে তুষার হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে শামীমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার পর সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তদন্তের দায়িত্বে থাকা শাহবাগ থানার উপপরিদর্শক সাইফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত চলছে। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি জেনেছি। তারা এখন হলে নেই। অভিযোগ কতটুকু সত্য তা আমি জানি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল আরোহী এক যুবককে থামিয়ে মারধর এবং মোটরসাইকেল, মুঠোফোন ও ১৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মারধর ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।
ভুক্তভোগী যুবকের নাম প্রজিত দাস (২৮)। তার বাসা নড়াইল। রাজধানীর শাহবাগ থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
প্রজিত দাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র তুষার হোসেন ও শামীমুল ইসলামের নেতৃত্বে তাঁকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তুষার ও শামীমুল ওই হল শাখা ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের ছাত্র।
তুষার হোসেন ২০১৯ সালে ছাত্রলীগের প্যানেল থেকে মাস্টারদা সূর্য সেন হল সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ও শামীমুল দুজনই বর্তমানে হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) এর অনুসারী। সোহান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
লিখিত অভিযোগে প্রজিত বলেন, ‘আমি মোটরসাইকেলে করে পলাশী থেকে টিএসসির দিকে যাচ্ছিলাম। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি চিরন্তন চত্বরে পৌঁছাতেই তুষার, শামীমুলসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন আমার মোটরসাইকেল থামায়। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তাঁরা আমাকে অকথ্য গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমার কাছ থেকে মোটরসাইকেল ও মুঠোফোন জোর করে নিয়ে যেতে চাইলে আমি প্রতিবাদ করি। তখন তুষার ও শামীমুলের সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তাঁদের থাপ্পড়ে আমার কানের পর্দা ফেটে যায়।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘মারধরের পর তুষার, শামীমুল ও তাঁদের সহযোগীরা আমার মোটরসাইকেল, মুঠোফোন ও সঙ্গে থাকা ১৭ হাজার টাকা নিয়ে নেন। পরে আমাকে সূর্য সেন হলের অতিথিকক্ষে নিয়ে আবার মারধর করেন। এরপর তাঁরা আমাকে ধাক্কা দিয়ে হলের ফটকে বের করে দিয়ে বলেন, তুই সোজা চলে যাবি, ডানে-বাঁয়ে কোথাও তাকাবি না। তাঁরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চাইলে প্রশাসন তা গুরুত্বের সঙ্গে দেখবে।’
অভিযোগের বিষয়ে জানতে তুষার হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে শামীমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার পর সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তদন্তের দায়িত্বে থাকা শাহবাগ থানার উপপরিদর্শক সাইফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত চলছে। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি জেনেছি। তারা এখন হলে নেই। অভিযোগ কতটুকু সত্য তা আমি জানি না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫