নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ প্রকাশের জেরে চ্যানেল টোয়েন্টিফোরের এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এ আল্টিমেটাম দেন।
সংগঠনটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। এতে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, এলআরএফ-এর সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও সাঈদ আহমেদ খান প্রমুখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী বলেন, সাংবাদিকরা কারও শত্রু নয়, তাঁরা সমাজের নানা অসংগতি তুলে ধরেন। আর মাসউদুর রহমান রানা আইনাঙ্গনের সুপরিচিত সাংবাদিক। তিনি আইন মেনেই রিপোর্ট করেছেন। সাত দিনের মধ্যে ওই মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
মাশহুদুল হক বলেন, গত এক যুগ ধরে দেশের উন্নয়নের পরিকল্পনায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর অনেক সুনাম রয়েছে। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তাঁর ছেলের করা এই মানহানির মামলা প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছে। আমরা সাত দিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে গেলে প্রতিমন্ত্রীর সুনাম আরও ক্ষুণ্ন হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলে মুশফেক আলম সৈকতকে বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেন মুসফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। মামলায় মাকে দেখতে না দিয়ে তাদের ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়। হাইকোর্টে করা রিভিশন মামলা নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রচার হলে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।
সংবাদ প্রকাশের জেরে চ্যানেল টোয়েন্টিফোরের এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এ আল্টিমেটাম দেন।
সংগঠনটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। এতে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, এলআরএফ-এর সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও সাঈদ আহমেদ খান প্রমুখ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালীন নোমানী বলেন, সাংবাদিকরা কারও শত্রু নয়, তাঁরা সমাজের নানা অসংগতি তুলে ধরেন। আর মাসউদুর রহমান রানা আইনাঙ্গনের সুপরিচিত সাংবাদিক। তিনি আইন মেনেই রিপোর্ট করেছেন। সাত দিনের মধ্যে ওই মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
মাশহুদুল হক বলেন, গত এক যুগ ধরে দেশের উন্নয়নের পরিকল্পনায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর অনেক সুনাম রয়েছে। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তাঁর ছেলের করা এই মানহানির মামলা প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছে। আমরা সাত দিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে গেলে প্রতিমন্ত্রীর সুনাম আরও ক্ষুণ্ন হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলে মুশফেক আলম সৈকতকে বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেন মুসফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। মামলায় মাকে দেখতে না দিয়ে তাদের ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়। হাইকোর্টে করা রিভিশন মামলা নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রচার হলে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫