নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও ঢাবি প্রতিনিধি
ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে ইভ্যালির গ্রাহকদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ফের জড়ো হতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের একাংশকে কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে পিছু হটিয়ে দেয়।
এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গ্রেপ্তারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হন ইভ্যালির গ্রাহকেরা। প্রথমে তাঁরা শাহবাগের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হন। তাঁরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের পাশাপাশি ইভ্যালির কয়েকজন কর্মীকেও এ বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভ্যালির এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন। এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে। তাঁর হাতে আরও পাঁচ মাস সময় ছিল। এর আগেই তাঁকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া উসমান গনি নামের একজন বলেন, ‘আমার টাকার জন্য আমি অপেক্ষা করতে পারলে পুলিশের সমস্যা কী? আমার টাকা রাসেল ভাই দেবে, পুলিশ তো আর দেবে না।’
বিক্ষোভে অংশ নেওয়া ফাহাদ নামের আরেকজন বলেন, ‘আমার কোনো টাকা পাওনা নেই। তবু আমি এসেছি। কারণ, আমি ইভ্যালি থেকে সস্তায় অনেক পণ্য কিনেছি। অন্য কোথাও আমি এটা পেতাম না। তাই আমি রাসেলের মুক্তি চাইতে এসেছি৷’
একজন বিনিয়োগকারী জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে। আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি, তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁরা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছি কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা করছিল। তাই আমরা তাঁদের সরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।
ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে ইভ্যালির গ্রাহকদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ফের জড়ো হতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের একাংশকে কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে পিছু হটিয়ে দেয়।
এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গ্রেপ্তারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হন ইভ্যালির গ্রাহকেরা। প্রথমে তাঁরা শাহবাগের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হন। তাঁরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের পাশাপাশি ইভ্যালির কয়েকজন কর্মীকেও এ বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভ্যালির এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন। এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে। তাঁর হাতে আরও পাঁচ মাস সময় ছিল। এর আগেই তাঁকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া উসমান গনি নামের একজন বলেন, ‘আমার টাকার জন্য আমি অপেক্ষা করতে পারলে পুলিশের সমস্যা কী? আমার টাকা রাসেল ভাই দেবে, পুলিশ তো আর দেবে না।’
বিক্ষোভে অংশ নেওয়া ফাহাদ নামের আরেকজন বলেন, ‘আমার কোনো টাকা পাওনা নেই। তবু আমি এসেছি। কারণ, আমি ইভ্যালি থেকে সস্তায় অনেক পণ্য কিনেছি। অন্য কোথাও আমি এটা পেতাম না। তাই আমি রাসেলের মুক্তি চাইতে এসেছি৷’
একজন বিনিয়োগকারী জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে। আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি, তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁরা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছি কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা করছিল। তাই আমরা তাঁদের সরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫