নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া বেতন প্রদান, রমজান মাসে ছাঁটাই বন্ধ এবং উৎসব ভাতা প্রদানসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আজ বুধবার এসব দাবি জানায় শ্রমিকেরা।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকেরা মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকার ভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু এবং সবেতনে ছুটির সুবিধা দেওয়ার দাবিও জানান।
সমাবেশে বক্তারা বলেন, আগামী এপ্রিলের শুরুতেই রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বমুখী বাজার আরও চড়া হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে। কিন্তু এর মধ্যে হোটেল শ্রমিকদের রমজান মাসকে কেন্দ্র করে ব্যাপক চাকরিচ্যুতির আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মতো বেতন না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুত করা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকা এবং শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদের আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকেরা কোথায় যাবে?
এ অবস্থায় ছাঁটাই নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আক্তারুজ্জামান খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বকেয়া বেতন প্রদান, রমজান মাসে ছাঁটাই বন্ধ এবং উৎসব ভাতা প্রদানসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আজ বুধবার এসব দাবি জানায় শ্রমিকেরা।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকেরা মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকার ভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু এবং সবেতনে ছুটির সুবিধা দেওয়ার দাবিও জানান।
সমাবেশে বক্তারা বলেন, আগামী এপ্রিলের শুরুতেই রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বমুখী বাজার আরও চড়া হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে। কিন্তু এর মধ্যে হোটেল শ্রমিকদের রমজান মাসকে কেন্দ্র করে ব্যাপক চাকরিচ্যুতির আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মতো বেতন না পাওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুত করা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকা এবং শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদের আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকেরা কোথায় যাবে?
এ অবস্থায় ছাঁটাই নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি আক্তারুজ্জামান খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫