নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলার উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং ড. কাজী আনিস আহমেদ।
সংবাদ সম্মেলনে পরিচালক সাদাফ সায জানান, আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। করোনা মহামারির কারণে গত তিন বছর এই উৎসব করা সম্ভব হয়নি।
সাদাফ সায বলেন, দশম আয়োজনে থাকছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন পুরস্কার বিজয়ী বক্তারা। তাঁদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যান্ড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা।
লিট ফেস্টের আরেক সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা লিট ফেস্টকে দেখি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়।’
টিকিটের ব্যবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী আনিস আহমেদ বলেন, ‘এবারই আমরা টিকিটের ব্যবস্থা চালু করেছি। আসলে পৃথিবীর সব উৎসবে টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আয়োজনকে সাসটেইনেবল করতে অর্থের প্রয়োজন। আর আমরা কিন্তু সব উৎসবে টিকিট কেটেই অংশগ্রহণ করি।’
অপর সহপরিচালক আহসান আকবার বলেন, ‘করোনা মহামারির কথা মাথায় রেখে আমরা এবার সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। আগামী দিনে মহামারি যেন না আসে, সে জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সে জন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।’
আয়োজনের অন্যতম স্পনসর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘২০১৫ সালে এ আয়োজনে আমরা স্পনসর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমি অনুরোধ করেছিলাম প্রাণ-প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তাঁরা রেখেছেন। এ জন্য আয়োজনকে ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এর মধ্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।
দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলার উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং ড. কাজী আনিস আহমেদ।
সংবাদ সম্মেলনে পরিচালক সাদাফ সায জানান, আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। করোনা মহামারির কারণে গত তিন বছর এই উৎসব করা সম্ভব হয়নি।
সাদাফ সায বলেন, দশম আয়োজনে থাকছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন পুরস্কার বিজয়ী বক্তারা। তাঁদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যান্ড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা।
লিট ফেস্টের আরেক সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা লিট ফেস্টকে দেখি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়।’
টিকিটের ব্যবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী আনিস আহমেদ বলেন, ‘এবারই আমরা টিকিটের ব্যবস্থা চালু করেছি। আসলে পৃথিবীর সব উৎসবে টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আয়োজনকে সাসটেইনেবল করতে অর্থের প্রয়োজন। আর আমরা কিন্তু সব উৎসবে টিকিট কেটেই অংশগ্রহণ করি।’
অপর সহপরিচালক আহসান আকবার বলেন, ‘করোনা মহামারির কথা মাথায় রেখে আমরা এবার সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। আগামী দিনে মহামারি যেন না আসে, সে জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সে জন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।’
আয়োজনের অন্যতম স্পনসর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘২০১৫ সালে এ আয়োজনে আমরা স্পনসর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমি অনুরোধ করেছিলাম প্রাণ-প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তাঁরা রেখেছেন। এ জন্য আয়োজনকে ধন্যবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এর মধ্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে