Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগ ওঠায় জবির টিএসসির দোকানপাট তুলে দিল ছাত্রলীগ     

জবি প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২: ৫০
চাঁদাবাজির অভিযোগ ওঠায় জবির টিএসসির দোকানপাট তুলে দিল ছাত্রলীগ     

চাঁদাবাজি বন্ধ করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোকানপাট তুলে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আসায় টিএসসির দোকানপাট তুলে দিয়েছে বলে জানা যায়। টিএসসির দোকানের জায়গায় শিক্ষার্থীদের জন্য পার্কের মত করে বসার ব্যবস্থা করা হবে, পাশাপাশি থাকবে ফুট কোড বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।  

আজ রোববার সরেজমিনে দেখা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পূর্ব নির্দেশনা অনুযায়ী টিএসসির সকল দোকান বন্ধ রয়েছে এবং মুষ্টিমেয় ছাত্র-ছাত্রী টিএসসিতে আড্ডা দিচ্ছেন। 

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, আজ সকালে চা খেতে এসে দেখি টিএসসির সকল দোকান বন্ধ। ক্যান্টিনে নিয়মিত জায়গা না পাওয়ায় আমরা সাধারণত টিএসসিতে চা নাস্তা, ভাত খেয়ে থাকি। ক্যাম্পাসের আশে-পাশে রায়সাহেব বাজার আর সদরঘাট যাওয়া ছাড়া আর কোন চায়ের দোকান নেই। আজ হঠাৎ এটা কেন বন্ধ বুঝলাম না। 

ছাত্রলীগ সূত্রে জানা যায়, নতুন কমিটি গঠনের পরই শাখা ছাত্রলীগের নাম ভাঙিয়ে টিএসসি ও এর আশপাশের দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে। কিন্তু তারা কেউ ছাত্রলীগের কর্মী না। ছাত্রলীগের কর্মী পরিচয়ে বিভিন্ন লোক টিএসসিতে চাঁদাবাজি করে থাকে। যার কারণে ছাত্রলীগের দুর্নাম হয়। 

এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, ‘দোকানের  জায়গায় ছাত্রছাত্রীদের আড্ডার জন্য পার্কের মতো ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের খাওয়ার ব্যবস্থার জন্য ক্যাম্পাসে ক্যান্টিনের পাশাপাশি নতুন করে ফুড কোড বা খাবারের দোকান খোলা হবে।’ 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘টিএসসি বন্ধ হওয়ায় এখন আর কোন চাঁদাবাজি হবে না। জগন্নাথ ছাত্রলীগে কোন চাঁদাবাজ বা নেশাগ্রস্থদের জায়গা হবে না। আমরা এখানে সকল সাধারণ শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে বসার ব্যবস্থা করব।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আমরা এই বিষয়ে কিছু জানি না। এটা তো বিশ্ববিদ্যালয়ের ভেতরে না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোন এখতিয়ার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত