নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।
১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে