নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও খুলনা–৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই অভিযোগ করেন।
দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মোর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমি নাম জারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনো যার জবাব মেলেনি বলে আবেদনে উল্লেখ করা হয়।’
এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মোর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন বলে মনে করেন ব্যারিস্টার সুমন। তাই বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মোর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন তিনি।
এদিকে দুদকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি সালাম মোর্শেদী। এমনকি ফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
পৃথক চিঠিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের রাজধানীতে আটতলা বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের অনুসন্ধান চেয়ে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। এর আগে বুধবার ওই ওসির সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
শুনানিতে হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব। এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে দুজনের বিষয়ে অনুসন্ধান করতে আবেদন করেন এই আইনজীবী।’
এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী বুধবার রিট করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় আটতলা বাড়ি করেছেন মনিরুল ইসলাম। বানাচ্ছেন আরও একটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে রয়েছে চারটি প্লট। এমনকি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর পুলিশ সূত্র বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, মনিরুলের সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও খুলনা–৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই অভিযোগ করেন।
দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মোর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমি নাম জারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনো যার জবাব মেলেনি বলে আবেদনে উল্লেখ করা হয়।’
এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মোর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন বলে মনে করেন ব্যারিস্টার সুমন। তাই বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মোর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন তিনি।
এদিকে দুদকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি সালাম মোর্শেদী। এমনকি ফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
পৃথক চিঠিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের রাজধানীতে আটতলা বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের অনুসন্ধান চেয়ে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। এর আগে বুধবার ওই ওসির সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
শুনানিতে হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব। এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে দুজনের বিষয়ে অনুসন্ধান করতে আবেদন করেন এই আইনজীবী।’
এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী বুধবার রিট করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় আটতলা বাড়ি করেছেন মনিরুল ইসলাম। বানাচ্ছেন আরও একটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে রয়েছে চারটি প্লট। এমনকি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর পুলিশ সূত্র বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, মনিরুলের সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫