নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ, রাজধানীর ধানমন্ডিতে নিজের নামে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেন সাবেক এই বিচারপতি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আজ বুধবার মামলাটি করা হয় বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার মামলাটি অনুমোদন করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
গত ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলার আসামি তিনি। আহাদ হত্যা মামলায় গ্রেপ্তারের দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ দুদকের করা মামলার এজাহারে বলা হয়, খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যসংবলিত হলফনামা জমা দিয়ে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের ৪ নম্বর প্লটটি নিজের নামে দখল করেন। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি অন্যদের লাভবান করেন তিনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ, রাজধানীর ধানমন্ডিতে নিজের নামে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দ নেন সাবেক এই বিচারপতি।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আজ বুধবার মামলাটি করা হয় বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার মামলাটি অনুমোদন করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
গত ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলার আসামি তিনি। আহাদ হত্যা মামলায় গ্রেপ্তারের দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়।
আজ দুদকের করা মামলার এজাহারে বলা হয়, খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যসংবলিত হলফনামা জমা দিয়ে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের ৪ নম্বর প্লটটি নিজের নামে দখল করেন। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি অন্যদের লাভবান করেন তিনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে