চলতি বছর প্রতারণার শিকার ৫৩৮ ব্যক্তিকে হজে পাঠাতে সহযোগিতা করায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার এক চিঠিতে এ কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, চলতি বছর হজ এজেন্সি ‘এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে’র মালিক মোহাম্মদ শাহ আলম ও তাঁর কর্মচারীরা হজে পাঠানোর নাম করে অন্তত ৫৩৮ জনের কাছ থেকে আদায় করেন ৩৬ কোটিরও বেশি টাকা। সংশ্লিষ্টদের হজে না পাঠিয়ে টাকা নিয়ে লাপাত্তা হন এজেন্সির মালিক ও সংশ্লিষ্টরা।
এ নিয়ে রাজধানীর জুরাইনে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতারিতদের হজে পাঠানো ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয় ধর্ম মন্ত্রণালয়কে। কিন্তু দায়ীদের সে সময়ে খুঁজে পাওয়াই দুষ্কর ছিল ধর্ম মন্ত্রণালয়ের জন্য।
মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতার পাশাপাশি এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহায়তা চাওয়া হয়। তখন হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম ওই এজেন্সি মালিক ও কর্মচারীদের খুঁজে বের করেন।
একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তায় ওই ৫৩৮ জনসহ প্রতারিত আরও অনেক ব্যক্তিকেই হজে পাঠান। পাশাপাশি প্রতিটি এজেন্সিকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতে নজরদারি বৃদ্ধি করেন।
এ জন্য হাব সভাপতিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার। যা অতীতে কখনো ঘটেনি।
চিঠিতে বলা হয়, ‘এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে সৌদি আরবে যান। হজ পালন শেষে দেশে ফেরেন সবাই। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত এবং ২০২৩ সালের হজ কার্যক্রমে অংশ নেয় ৬০৩টি এজেন্সি। হজযাত্রী পাঠানো এজেন্সিগুলোকে সময়োচিত পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এসএন ট্রাভেলসের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ার পর তাদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে আপনার অসামান্য অবদান আমি আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং আল্লাহর মেহমানদের সেবায় আপনার প্রজ্ঞা ও শ্রমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’
গত ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রতিক্রিয়া জানতে চাইলে হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই মেয়াদে হাবের মহাসচিব ছিলাম চার বছর। গত দুই বছরের বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছি। আগে হজ ব্যবস্থাপনার অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় লাল কালিতে নিউজ ছাপা হতো। গত কয়েক বছর ধরে এসব নিউজ নেই। হাজিদের ট্রলি ও বদলি হাজি নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হতো। সবকিছুই বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবারও এসএন ট্রাভেলসের ৫৩৮ জনসহ কয়েক শ প্রতারিত ব্যক্তির হজে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাঁরা এবার হজও পালন করেছেন। মন্ত্রণালয় আমার অবদান স্বীকার করে আমাকে তথা হাবকে সম্মানিত করেছে—এ জন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’
চলতি বছর প্রতারণার শিকার ৫৩৮ ব্যক্তিকে হজে পাঠাতে সহযোগিতা করায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার এক চিঠিতে এ কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, চলতি বছর হজ এজেন্সি ‘এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে’র মালিক মোহাম্মদ শাহ আলম ও তাঁর কর্মচারীরা হজে পাঠানোর নাম করে অন্তত ৫৩৮ জনের কাছ থেকে আদায় করেন ৩৬ কোটিরও বেশি টাকা। সংশ্লিষ্টদের হজে না পাঠিয়ে টাকা নিয়ে লাপাত্তা হন এজেন্সির মালিক ও সংশ্লিষ্টরা।
এ নিয়ে রাজধানীর জুরাইনে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতারিতদের হজে পাঠানো ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয় ধর্ম মন্ত্রণালয়কে। কিন্তু দায়ীদের সে সময়ে খুঁজে পাওয়াই দুষ্কর ছিল ধর্ম মন্ত্রণালয়ের জন্য।
মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতার পাশাপাশি এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সহায়তা চাওয়া হয়। তখন হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম ওই এজেন্সি মালিক ও কর্মচারীদের খুঁজে বের করেন।
একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সহায়তায় ওই ৫৩৮ জনসহ প্রতারিত আরও অনেক ব্যক্তিকেই হজে পাঠান। পাশাপাশি প্রতিটি এজেন্সিকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিতে নজরদারি বৃদ্ধি করেন।
এ জন্য হাব সভাপতিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার। যা অতীতে কখনো ঘটেনি।
চিঠিতে বলা হয়, ‘এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে সৌদি আরবে যান। হজ পালন শেষে দেশে ফেরেন সবাই। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত এবং ২০২৩ সালের হজ কার্যক্রমে অংশ নেয় ৬০৩টি এজেন্সি। হজযাত্রী পাঠানো এজেন্সিগুলোকে সময়োচিত পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এসএন ট্রাভেলসের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ার পর তাদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে আপনার অসামান্য অবদান আমি আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং আল্লাহর মেহমানদের সেবায় আপনার প্রজ্ঞা ও শ্রমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’
গত ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রতিক্রিয়া জানতে চাইলে হাব সভাপতি এম. শাহাদত হোসাইন তসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই মেয়াদে হাবের মহাসচিব ছিলাম চার বছর। গত দুই বছরের বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করছি। আগে হজ ব্যবস্থাপনার অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় লাল কালিতে নিউজ ছাপা হতো। গত কয়েক বছর ধরে এসব নিউজ নেই। হাজিদের ট্রলি ও বদলি হাজি নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হতো। সবকিছুই বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এবারও এসএন ট্রাভেলসের ৫৩৮ জনসহ কয়েক শ প্রতারিত ব্যক্তির হজে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাঁরা এবার হজও পালন করেছেন। মন্ত্রণালয় আমার অবদান স্বীকার করে আমাকে তথা হাবকে সম্মানিত করেছে—এ জন্য তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে