Ajker Patrika

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিল ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিল ইউনিলিভার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত অর্থ বছরের লাভ থেকে ৭ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১৪২ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লভ্যাংশের চেক তুলে দেন। 

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বছর শেষে তাদের লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ এই তহবিলে জমা দিতে হয়। এই তহবিলে এ পর্যন্ত ৫৬৫ কোটি টাকার বেশি জমা হয়েছে। এই তহবিল থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কোনো শ্রমিক কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেলে বা আহত হলে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাদের সহায়তা দেওয়া হয়। এ ছাড়া শ্রমিকদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্যও এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। 

ইউনিলিভার বাংলাদেশ’র কোম্পানির সচিব রাশেদুল কাইয়ূম, করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ নাহারুল মোল্লা লভ্যাংশের দুটি চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। শ্রম মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত