সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
এ বছর ভরা বর্ষার মৌসুমে স্বাভাবিক সময়ের মতো বৃষ্টির দেখা পাননি ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। এতে বিকল্প পদ্ধতিতে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন এই অঞ্চলের চাষিরা। তবে খরা কাটিয়ে উঠলেও সম্প্রতি ইউরিয়া সারের পর ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে আমন চাষের বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে।
তাঁরা বলছেন, সারের দাম বাড়ার পর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। এর সঙ্গে কৃষিপণ্য পরিবহন ও সেচ খরচ দুটোই বাড়বে। অন্যদিকে কৃষকদের সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ ও ইউরিয়ার বদলে ডিএপি সার ব্যবহারে ফসল চাষ করার পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না, খরচও কম হবে বলে জানান তাঁরা।
সরেজমিনেসদর উপজেলার বেগুনবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, অনেক কৃষক তাঁদের জমিতে শ্যালো ইঞ্জিন দিয়ে সেচ দিচ্ছেন। এ সময় আমির হোসেন নামের এক কৃষক আক্ষেপ করে বলেন, ‘বাপু, হামরা ভালো নাই। এক বিঘা জমিতে আমন চাষে খরচ হয় ১৮-২০ হাজার টাকা। ডিজেল ও সার-কীটনাশকের দাম বাড়াতে সেই খরচে আরও যোগ হলো বিঘাপ্রতি ৩-৪ হাজার টাকা। পাশাপাশি জমি হাল দিতে এখন লাঙলের পরিবর্তে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বেড়েছে। সেই যন্ত্র চালাতেও ডিজেল ব্যবহার করা হয়। সেখানেও খরচ বাড়বে। এ ছাড়া ফসল উত্তোলনেও যন্ত্রের ব্যবহার করা হয়। সেখানেও খরচ বাড়বে। পাশাপাশি শ্রমিকের দাম বাড়ছে। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
একই এলাকার মনসুর আলী স্বপন বলেন, ‘১৫ দিন আগেও দোকান থেকে ইউরিয়া সার ৮৫০ টাকা দিয়ে কিনেছি। দাম বেড়ে যাওয়ায় এখন ১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। পটাশ সারও ৯৫০ টাকা ছিল, এখন তা বেড়ে ১ হাজার ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে সারের সঙ্গে প্যাকেট ও বোতলজাত কীটনাশকেরও দাম বাড়ছে পাল্লা দিয়ে। প্রতি বোতল ও প্যাকেট কীটনাশকের দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আমাদের মতো প্রান্তিক কৃষকের পক্ষে অতিরিক্ত টাকা খরচ করে আমন ধান আবাদ করা লোকসানের।’
মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জালাল মিয়া বলেন, বাড়তি খরচের সঙ্গে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য তো পাই না। ফসলের অর্ধেক টাকা তো চলে যায় দালাল আর ফড়িয়াদের পকেটে।
কৃষক নেতা শাহিনুর আলম বলেন, বেশি দামে সার ও ডিজেল কেনায় কৃষকদের জমি আবাদে খরচ বেড়ে গেছে। এর পরেও ন্যায্য দামে ফসল বিক্রি করা যাবে কি না—এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী বলেন, ‘চলতি আমন মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। অনেক সময় ফসল ওঠার পর খরচের চেয়ে কমে তাঁদের পণ্য বিক্রি করতে হয়। অবিলম্বে ডিজেলের দাম কমিয়ে কৃষকদের সহনীয় পর্যায় নিয়ে আসতে সরকারের প্রতি অনুরোধ জানাই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে, যাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন চাল।
ঠাকুরগাঁওয়ে সারের কোনো সংকট নেই জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সারের পর্যাপ্ত মজুত আছে। কৃষক পর্যায়ে ইউরিয়া সার ১ হাজার ১০০ ও পটাশ ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে নিলে তা অবৈধ। আমরা বাজার নিয়মিত তদারক করছি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে। অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিতে ডিজেলের দাম বেড়েছে। এটি আমাদের কৃষকদের এখন মেনে নিতে হবে।’
এ বছর ভরা বর্ষার মৌসুমে স্বাভাবিক সময়ের মতো বৃষ্টির দেখা পাননি ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। এতে বিকল্প পদ্ধতিতে সেচ দিয়ে আমনের চারা রোপণ করছেন এই অঞ্চলের চাষিরা। তবে খরা কাটিয়ে উঠলেও সম্প্রতি ইউরিয়া সারের পর ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে আমন চাষের বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে।
তাঁরা বলছেন, সারের দাম বাড়ার পর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। এর সঙ্গে কৃষিপণ্য পরিবহন ও সেচ খরচ দুটোই বাড়বে। অন্যদিকে কৃষকদের সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ ও ইউরিয়ার বদলে ডিএপি সার ব্যবহারে ফসল চাষ করার পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না, খরচও কম হবে বলে জানান তাঁরা।
সরেজমিনেসদর উপজেলার বেগুনবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, অনেক কৃষক তাঁদের জমিতে শ্যালো ইঞ্জিন দিয়ে সেচ দিচ্ছেন। এ সময় আমির হোসেন নামের এক কৃষক আক্ষেপ করে বলেন, ‘বাপু, হামরা ভালো নাই। এক বিঘা জমিতে আমন চাষে খরচ হয় ১৮-২০ হাজার টাকা। ডিজেল ও সার-কীটনাশকের দাম বাড়াতে সেই খরচে আরও যোগ হলো বিঘাপ্রতি ৩-৪ হাজার টাকা। পাশাপাশি জমি হাল দিতে এখন লাঙলের পরিবর্তে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বেড়েছে। সেই যন্ত্র চালাতেও ডিজেল ব্যবহার করা হয়। সেখানেও খরচ বাড়বে। এ ছাড়া ফসল উত্তোলনেও যন্ত্রের ব্যবহার করা হয়। সেখানেও খরচ বাড়বে। পাশাপাশি শ্রমিকের দাম বাড়ছে। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
একই এলাকার মনসুর আলী স্বপন বলেন, ‘১৫ দিন আগেও দোকান থেকে ইউরিয়া সার ৮৫০ টাকা দিয়ে কিনেছি। দাম বেড়ে যাওয়ায় এখন ১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। পটাশ সারও ৯৫০ টাকা ছিল, এখন তা বেড়ে ১ হাজার ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে সারের সঙ্গে প্যাকেট ও বোতলজাত কীটনাশকেরও দাম বাড়ছে পাল্লা দিয়ে। প্রতি বোতল ও প্যাকেট কীটনাশকের দাম বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আমাদের মতো প্রান্তিক কৃষকের পক্ষে অতিরিক্ত টাকা খরচ করে আমন ধান আবাদ করা লোকসানের।’
মোহাম্মদপুর ইউনিয়নের কৃষক জালাল মিয়া বলেন, বাড়তি খরচের সঙ্গে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য তো পাই না। ফসলের অর্ধেক টাকা তো চলে যায় দালাল আর ফড়িয়াদের পকেটে।
কৃষক নেতা শাহিনুর আলম বলেন, বেশি দামে সার ও ডিজেল কেনায় কৃষকদের জমি আবাদে খরচ বেড়ে গেছে। এর পরেও ন্যায্য দামে ফসল বিক্রি করা যাবে কি না—এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী বলেন, ‘চলতি আমন মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। অনেক সময় ফসল ওঠার পর খরচের চেয়ে কমে তাঁদের পণ্য বিক্রি করতে হয়। অবিলম্বে ডিজেলের দাম কমিয়ে কৃষকদের সহনীয় পর্যায় নিয়ে আসতে সরকারের প্রতি অনুরোধ জানাই।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে, যাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন চাল।
ঠাকুরগাঁওয়ে সারের কোনো সংকট নেই জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সারের পর্যাপ্ত মজুত আছে। কৃষক পর্যায়ে ইউরিয়া সার ১ হাজার ১০০ ও পটাশ ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি কোনো ডিলার বা খুচরা ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে নিলে তা অবৈধ। আমরা বাজার নিয়মিত তদারক করছি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রয়েছে। অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিতে ডিজেলের দাম বেড়েছে। এটি আমাদের কৃষকদের এখন মেনে নিতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে