Ajker Patrika

তিন যুবককে আটকে রেখে নির্যাতন: সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০০: ১৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে তিন যুবককে টর্চার সেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাঁর কাছ থেকে মুক্তিপণের টাকা ও ইয়াবা জব্দ করা হয়।

রূপগঞ্জের পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার রাতে তিন যুবককে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করেন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ (৩৫)। নির্যাতনের শিকার তিন যুবকের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে সেনাবাহিনী তাঁর কাছ থেকে মুক্তিপণের ২ লাখ ৩০ হাজার টাকা ও পাঁচটি ইয়াবা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থার জন্য মাসুদকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্বাচল আর্মি ক্যাম্পের এক সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী তিন যুবককে সারা রাত টর্চার সেলে আটকে রেখে ২ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন মাসুদ। পরদিন সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা পূর্বাচল আর্মি ক্যাম্পে অভিযোগ দিলে অভিযান চালানো হয়।

ওই কর্মকর্তা আরও বলেন, চাঁদাবাজির অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। পরে ওই মামলায় জামিন নিয়ে একই কর্মকাণ্ড চালিয়ে যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত