Ajker Patrika

গুলিস্তানে ছাত্রলীগের দুই কর্মী ককটেলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলিস্তানের গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মী। ছবি: ডিএমপি
গুলিস্তানের গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মী। ছবি: ডিএমপি

‎রাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। ‎‎

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়। ‎

‎থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫ / ৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত