Ajker Patrika

সাংবাদিক নয়নকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ক্র‍্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
সাংবাদিক নয়নকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ক্র‍্যাবের মানববন্ধন

অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও ক্র‍্যাবের সহসভাপতি মঞ্জুরুল বারী নয়নকে কাস্টমস কর্মকর্তার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। এই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁর সম্পদের সঠিক হিসাব খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে দুদকের প্রতি।

আজ শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তোলেন অপরাধবিষয়ক প্রতিবেদক ও অন্য প্রতিবেদকেরা। 

মানববন্ধনে বক্তব্যকালে ক্র‍্যাবের সভাপতি মিজান মালিক বলেন, যে কাস্টমস কর্মকর্তা নয়নকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সেই কর্মকর্তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আশানুরূপ ব্যবস্থা গ্রহণ না করলে সাত দিন পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

মানববন্ধনে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, সাংবাদিকদের এ ধরনের হুমকি দেওয়া নতুন কিছু নয়। তবে সংবাদ প্রকাশের জেরে একজন প্রজাতন্ত্রের কর্মচারী একজন সাংবাদিকের অফিসে গিয়ে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়া খুবই দৃষ্টিকটু এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড। সরকারের প্রতি আবেদন থাকবে, হুমকিদাতা কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং এই কর্মকর্তার বিরুদ্ধে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেই প্রতিবেদন ধরে তাঁর সম্পদের উৎস এবং আয় যাচাই-বাছাই করে দেখার অনুরোধ রইল দুর্নীতি দমন কমিশনের প্রতি। 

মানববন্ধনে উপস্থিত অন্য বক্তারাও সাংবাদিকদের ওপর এমন হুমকি ও দমনমূলক আচরণের নিন্দা জানান। অভিযোগ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

মানববন্ধনে ক্র‍্যাব ও ডিআরইউ নেতৃবৃন্দসহ অন্য পেশাদার সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত