নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গত শুক্রবার শনাক্ত হয়েছিল ২১৪ জন। তাদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগেরদিন ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর আগেরদিন শনাক্ত ছিল ২৩৭ জন। এর আগের দিন শনাক্ত ছিল ২৬৪ জন।
গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকায়। গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩২ জন, শিশু হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে ৭ জন, কুর্মিটোলায় তিনজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতে ডেঙ্গু শনাক্ত হওয়া ১৯৪ জন রোগীর মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর অবশিষ্ট ১৩৪ জনই বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৯ জন।
দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসলেও এখনো দিনে দুই শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে সাত দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গত শুক্রবার শনাক্ত হয়েছিল ২১৪ জন। তাদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগেরদিন ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর আগেরদিন শনাক্ত ছিল ২৩৭ জন। এর আগের দিন শনাক্ত ছিল ২৬৪ জন।
গত শুক্রবার সকাল আটটা থেকে গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০৪ জন। এদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকায়। গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩২ জন, শিশু হাসপাতালে ১৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে ৭ জন, কুর্মিটোলায় তিনজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীতে ডেঙ্গু শনাক্ত হওয়া ১৯৪ জন রোগীর মধ্যে ৬০ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর অবশিষ্ট ১৩৪ জনই বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৩১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৯৭ জন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৫৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৯ জন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫