Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ির ধাক্কায় আজকের পত্রিকার সংবাদকর্মী আহত

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২২, ১৪: ১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ির ধাক্কায় আজকের পত্রিকার সংবাদকর্মী আহত

রাজধানীর হাইকোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় আজকের পত্রিকার প্রতিবেদক নাজমুল হাসান সাগর (৩০) আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হাইকোর্ট মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল টিমের গাড়ির সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত নাজমুল হাসান জানান, ধানমন্ডি ১৫ নম্বরের বাসা থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে সেগুনবাগিচা ঢাকা রিপোটার্স ইউনিটিতে যাচ্ছিলাম। দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্ট মাজার গেটে আসার পর হঠাৎ ঢাবি প্রোক্টরিয়াল টিমের একটি গাড়ি ডানে ঘুড়ানোর সময় আমার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হই। পরে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেলে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক সাংবাদিক আহত অবস্থায় জরুরী বিভাগে এসেছিলেন। তাঁর হাতে ও পায়ে জখম ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এব্যাপারে এখনও ঢাবি প্রোক্টরিয়াল টিমের কোন সদস্যের মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত