Ajker Patrika

অন্তঃসত্ত্বা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরছিলেন মা, লেগুনার ধাক্কায় মৃত্যু

ঢামেক প্রতিবেদক
অন্তঃসত্ত্বা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরছিলেন মা, লেগুনার ধাক্কায় মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে অন্তঃসত্ত্বা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে লেগুনার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম প্রীতি রাণী দাস (৪৫)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজলা নয়ানগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

প্রীতি রাণীর অন্তঃসত্ত্বা মেয়ে তমা রাণী দে জানান, মা প্রীতি রাণী দাস ও ছেলে প্রতিক চন্দ্র দেকে নিয়ে তিনি বাসার পাশের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পায়ে হেঁটেই তাঁরা বাসায় ফিরছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর লেগুনা তাঁর মাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান মা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে। বাবা স্বপন চন্দ্র দাস ইট-বালু ব্যবসায়ী। বর্তমানে কাজলা হিন্দুবাড়ি এলাকায় থাকেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, কাজলায় লেগুনার ধাক্কায় এক নারী ঢাকা মেডিকেলে মারা গেছে। ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত