Ajker Patrika

‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে ১৭ কোটি হিট, যোগ হয়েছে আরও ২০ টি সার্ভার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮: ১৩
‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে ১৭ কোটি হিট, যোগ হয়েছে আরও ২০ টি সার্ভার

করোনাভাইরাস বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। কিন্তু অনেকে অতি জরুরি দরকারের অজুহাতে বের হচ্ছেন। চলমান লকডাউনের প্রথম দুই দিনেই চলাফেরা করতে ৫ লাখ মানুষ মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে মঙ্গলবার সকাল ১১টা থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত 'মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে হিট পড়েছে প্রায় ১৭ কোটি বার।    

পুলিশ সদরদপ্তর সুত্র বলছে, এক সঙ্গে এত পাস আবেদনের চাপে হিমশিম খাচ্ছে মুভমেন্ট পাসের সার্ভার। এত আবেদনের কারণে সেবা দিতেও কিছুটা বিঘ্নিত হচ্ছে। মাঝে মাঝে মুভমেন্ট পাসের লিংকে প্রবেশ করতে পারছেন না আবেদনকারীরা। তবে জানা গেছে, চাপ সামলাতে ১ টি সার্ভার দিয়ে শুরু করা এই ওয়েবসাইটের সঙ্গে যোগ হয়েছে আরও ২০ টি সার্ভার।    

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে ‘মুভমেন্ট পাস’ অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞারর মধ্যে ঘরের বাইরে বের হতে এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করে পুলিশ।

তবে বেশকিছু জরুরি পেশার মানুষদের মুভমেন্ট পাসের প্রয়োজন নেই বলে নতুন করে জানিয়েছেন পুলিশ সদরদপ্তর। তারা শুধুমাত্রনিজেদের অফিস আইডি কার্ড দেখিয়ে বিধিনিষেধের সময় চলাচল করতে পারবেন। চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা, গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবা। টেলিফোন, ইন্টারনেট ও ডাকবিভাগের সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস, বন্দর সংশ্লিষ্ট কর্মচারীদেরও মুভমেন্ট পাস লাগবে না।

এদিকে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে মানুষের বাইরে বের হওয়ার কারণ যাছাই বাছাই করছে পুলিশ। মুভমেন্ট পাস ছাড়া বের হওয়ায় গুণতে হচ্ছে জরিমানা। পুলিশের পাশাপাশি র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতও রাস্তায় বের হওয়া মানুষকে নজরদারি করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু একটি আদালত পরিচালনা করেন। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া অনেককে জরিমানা করছেন তিনি।     

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, জনগণ এখনও সচেতন হচ্ছে না। আমরা সচেতন করানোর চেষ্টা করছি। করোনাকালীন সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনায় লকডাউন চলছে। এটি বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। তবে অনেক মানুষই ‘মুভমেন্ট পাস’ দেখিয়ে বের হয়ে যাচ্ছে। যেসব কারণে তারা মুভমেন্ট পাস নিয়েছে তা খুবই অযৌক্তিক।   

তবে মুভমেন্ট পাস উদ্বোধনের দিন আইজিপি বেনজীর আহমেদ বলেন, এটা অতি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক ফোন নম্বর ও একটি গাড়ির নম্বর প্লেট দিয়ে একবার আবেদন করা যাবে। তবে প্রথমে কতজন এই পাস পাবে এই সংখ্যা নির্ধারণ করা নেই। যে কেউ গুরুত্বপূর্ণ প্রয়োজনে পাস নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত