Ajker Patrika

জবির সাংবাদিকতা বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১: ৩৬
জবির সাংবাদিকতা বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগের দশম ব্যাচের আয়োজনে বিভাগের একটি কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার মাহফিলের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিভাগের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনেও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। 

ইফতার মাহফিলে বিভাগের সহকারী অধ্যাপক মো. রাইসুল ইসলাম ও প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দশম ব্যাচের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। একই ব্যাচের শিক্ষার্থী নোমান বিল্লাহ দোয়া মাহফিল পরিচালনা করেন। 

এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠী সাবরিনা আক্তার মিতুসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মৃত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত