নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ওয়ারীতে বসতবাড়ি দখল করতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আজহারুল হক নামের একজন আইনজীবী। গত মঙ্গলবার বিকেলে আল–মুসলিম গ্রুপের আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে আজকের পত্রিকাকে অভিযোগ করেছেন তিনি।
হামলার ঘটনায় গতকাল বুধবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আজহারুল হক বলেন, ‘মঙ্গলবার বিকেলে দারোয়ান ফোন করে জানায়—বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে, দারোয়ানকে মেরে তারা ওপরে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘বাসায় দরজা-জানালা, আলমারি ভেঙে তারা টাকাপয়সা নিয়ে গেছে। আমার এবং আমার স্ত্রীর সঙ্গে অসভ্য ব্যবহার করে এবং লাইসেন্সকৃত বন্দুক, মোবাইলসহ সবকিছু নিয়ে যায় তারা। ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’
মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ ও জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আজহারুল।
সাবেক ডিবির প্রধান হারুনও এই হামলাকারীদের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে তিনি জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতেও তাঁদের বাড়িতে হামলা হয়। সে সময় আজহারুলের ছোট মেয়ে ফেসবুক লাইভ করলে আজহারুল ও তাঁর বড় ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আজহারুল বলেন, ‘আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। হারুন ও আল–মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ মিলে আমার পরিবারকে দিনের পর দিন নির্যাতন করছে।’
৭ আগস্ট বিকেলেও তাঁর বাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সহায়তা কামনা করেন।
রাজধানীর ওয়ারীতে বসতবাড়ি দখল করতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন আজহারুল হক নামের একজন আইনজীবী। গত মঙ্গলবার বিকেলে আল–মুসলিম গ্রুপের আব্দুল্লাহর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে আজকের পত্রিকাকে অভিযোগ করেছেন তিনি।
হামলার ঘটনায় গতকাল বুধবার তাঁর বাসায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে আজহারুল হক বলেন, ‘মঙ্গলবার বিকেলে দারোয়ান ফোন করে জানায়—বাসার সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। এর কিছুক্ষণ পরেই গেট ভেঙে, দারোয়ানকে মেরে তারা ওপরে চলে আসে।’
তিনি আরও বলেন, ‘বাসায় দরজা-জানালা, আলমারি ভেঙে তারা টাকাপয়সা নিয়ে গেছে। আমার এবং আমার স্ত্রীর সঙ্গে অসভ্য ব্যবহার করে এবং লাইসেন্সকৃত বন্দুক, মোবাইলসহ সবকিছু নিয়ে যায় তারা। ব্যাংক থেকে তুলে আনা ১৫ লাখ টাকা এবং ঘরে থাকা আরও ১০ লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’
মুসলিম গ্রুপের আব্দুল্লাহ, আমজাদ হেলাল, ফিরোজ ও জিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন আজহারুল।
সাবেক ডিবির প্রধান হারুনও এই হামলাকারীদের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে তিনি জানান, গত বছরের ৭ ডিসেম্বর রাতেও তাঁদের বাড়িতে হামলা হয়। সে সময় আজহারুলের ছোট মেয়ে ফেসবুক লাইভ করলে আজহারুল ও তাঁর বড় ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
আজহারুল বলেন, ‘আমাদের হয়রানি করার উদ্দেশ্যে রমনা থানায় বিচারপতির বাসভবনে হামলা ও ছিনতাই মামলার আসামি করা হয়।’
তিনি আরও বলেন, ‘ডিবির হারুন দিনের পর দিন মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। হারুন ও আল–মুসলিম বিল্ডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ মিলে আমার পরিবারকে দিনের পর দিন নির্যাতন করছে।’
৭ আগস্ট বিকেলেও তাঁর বাড়িতে আক্রমণ হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি এ ঘটনায় অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সহায়তা কামনা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫