বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে নির্দেশনাটি জারি করা হয়।
সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে এইচএমপিভি ছড়িয়েছে, এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আগত ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্যসেবা টিমের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জানাতে প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কলসেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব স্টেকহোল্ডারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে নির্দেশনাটি জারি করা হয়।
সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় বলা হয়, সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে এইচএমপিভি ছড়িয়েছে, এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আগত ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্যসেবা টিমের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপসর্গযুক্ত যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে হবে। সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি কার্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণ শ্বাসতন্ত্রের অসুস্থতার মতো, যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যায়। তবে সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এ বিষয়ে জানাতে প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সঙ্গে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কলসেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব স্টেকহোল্ডারকে এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে