অনলাইন ডেস্ক
রাজধানীতে চলাচল করা বেসরকারি লাব্বাইক পরিবহনে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। হয়রানির শিকার ওই ছাত্রী বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার বিকেলে তিনি মৌচাক মোড় থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে সে সময় প্রচণ্ড ভিড় ছিল। বাসটি আনসার ক্যাম্প এলাকায় গেলে সেখান থেকে একজন যুবক বাসে ওঠেন।
ছাত্রীর অভিযোগ, বাসে ওঠে ওই যুবক তাঁর পেছনে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ওই যুবক ইচ্ছা করেই তাঁকে স্পর্শ করছেন। বিষয়টি নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করেন। একপর্যায়ে বাসচালক ও হেলপার তাঁকে বাস থেকে নামিয়ে দেন।
ছাত্রী বলেন, ‘আমি জোর করে ওই বাসে আবার উঠি। কিন্তু তারা আমাকে বিশ্রী ভাষায় গালাগাল করে। বাসে থাকা অনেক নারী যাত্রী বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি কাজলা এলাকায় নেমে যাই।’
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তাঁর সহপাঠীদের জানালে স্টামফোর্ড ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী লাব্বাইক পরিবহনের মালিককে অভিযোগ করেন।
তবে কোনো সমাধান না পাওয়ায় আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘বোন তোমার ভয় নেই, সাহস হবে অস্ত্র/অন্যায় হবে ধ্বংস’, ‘বাস-রাস্তা, নারীর জন্য নিরাপদ হোক সব জায়গা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তখন ওই পথে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, বাসে নারীদের সংরক্ষিত আসন নিশ্চিত করে নিরাপত্তা বজায় রাখা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা না করানোর দাবি জানান তাঁরা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি সমাধানে লাব্বাইক পরিবহনের মালিক ও শিক্ষার্থীরা খিলগাঁও থানায় বসেন। ছাত্রীকে হেনস্তাকারী চালক-হেলপার মুচলেকা দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের দাবিগুলো বাসমালিক কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে ছাত্রী হয়রানিকারী যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সে জন্য অজ্ঞাতনামা হিসেবে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
রাজধানীতে চলাচল করা বেসরকারি লাব্বাইক পরিবহনে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা। হয়রানির শিকার ওই ছাত্রী বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার বিকেলে তিনি মৌচাক মোড় থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে সে সময় প্রচণ্ড ভিড় ছিল। বাসটি আনসার ক্যাম্প এলাকায় গেলে সেখান থেকে একজন যুবক বাসে ওঠেন।
ছাত্রীর অভিযোগ, বাসে ওঠে ওই যুবক তাঁর পেছনে গিয়ে দাঁড়ান। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ওই যুবক ইচ্ছা করেই তাঁকে স্পর্শ করছেন। বিষয়টি নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করেন। একপর্যায়ে বাসচালক ও হেলপার তাঁকে বাস থেকে নামিয়ে দেন।
ছাত্রী বলেন, ‘আমি জোর করে ওই বাসে আবার উঠি। কিন্তু তারা আমাকে বিশ্রী ভাষায় গালাগাল করে। বাসে থাকা অনেক নারী যাত্রী বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি কাজলা এলাকায় নেমে যাই।’
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তাঁর সহপাঠীদের জানালে স্টামফোর্ড ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী লাব্বাইক পরিবহনের মালিককে অভিযোগ করেন।
তবে কোনো সমাধান না পাওয়ায় আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁদের হাতে ‘বোন তোমার ভয় নেই, সাহস হবে অস্ত্র/অন্যায় হবে ধ্বংস’, ‘বাস-রাস্তা, নারীর জন্য নিরাপদ হোক সব জায়গা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তখন ওই পথে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, বাসে নারীদের সংরক্ষিত আসন নিশ্চিত করে নিরাপত্তা বজায় রাখা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা না করানোর দাবি জানান তাঁরা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি সমাধানে লাব্বাইক পরিবহনের মালিক ও শিক্ষার্থীরা খিলগাঁও থানায় বসেন। ছাত্রীকে হেনস্তাকারী চালক-হেলপার মুচলেকা দিয়েছেন। আর ছাত্রছাত্রীদের দাবিগুলো বাসমালিক কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তবে ছাত্রী হয়রানিকারী যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সে জন্য অজ্ঞাতনামা হিসেবে তাঁর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে