নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘটনার ব্যাখ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, সেটি তাঁর নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তাই তাঁর দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আজ রোববার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
চলমান স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।’
নিজ নির্বাচনী এলাকায় (কুমিল্লার লাকসাম উপজেলা) সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকেরা আমাকে খুব পছন্দ করে, তাঁদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’
গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে কনভেনশনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। এ ছাড়া বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাংসদ আরমা দত্ত প্রমুখ।
মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘যে শাসনব্যবস্থায় সব ঠিক থাকে, সেটা তো স্বৈরতন্ত্র। সঠিক মানের গণতন্ত্র অর্জন করতে আমাদের আরও সময় লাগবে। আমার মনে হয়, আমরা যদি আমাদের দুর্বলতাগুলো বের করতে পারি এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’
সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘটনার ব্যাখ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বললেন, সেটি তাঁর নির্বাচনী এলাকা। ওই এলাকার মানুষ তাঁকে খুব পছন্দ করেন। তাই তাঁর দেওয়া প্রার্থীদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আজ রোববার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
চলমান স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র শতভাগ ত্রুটিহীন শাসনব্যবস্থা নয়। গণতন্ত্রে কিছু ত্রুটি থাকবেই।’
নিজ নির্বাচনী এলাকায় (কুমিল্লার লাকসাম উপজেলা) সব চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচনে না আসায় সেটা হয়নি। সেখানের লোকেরা আমাকে খুব পছন্দ করে, তাঁদেরও আমি পছন্দ করি। এ কারণে আমার দেওয়া প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।’
গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমানের সভাপতিত্বে কনভেনশনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন। এ ছাড়া বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর জিয়াউল করিম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাংসদ আরমা দত্ত প্রমুখ।
মন্ত্রী তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘যে শাসনব্যবস্থায় সব ঠিক থাকে, সেটা তো স্বৈরতন্ত্র। সঠিক মানের গণতন্ত্র অর্জন করতে আমাদের আরও সময় লাগবে। আমার মনে হয়, আমরা যদি আমাদের দুর্বলতাগুলো বের করতে পারি এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে।’
সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান বলেন, ‘কার্যকর স্থানীয় সরকার নিশ্চিত করতে হলে জবাবদিহির বিকল্প নেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে