নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল লেখক, সাংবাদিক, পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক কর্মীবৃন্দ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয়। ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উন্মুক্ত স্থান। এ ছাড়া সিআরবিতে পিপিপির নামে অত্যন্ত গোপনীয় কায়দায় অর্ধকোটি টাকার বিনিময়ে রেলওয়ে হাসপাতালসহ ছয়'শ শতক রেলভূমি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে লিজ দেওয়ার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে।
বক্তারা আরও বলেন, ‘লিজের চুক্তিতে রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকা দেখিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ, ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্য খাত সম্পর্কিত আরও প্রতিষ্ঠান গড়ার অনুমতি দেওয়া হয়েছে। এখানে একটি হেলিপ্যাড নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এইভাবে রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।’
বক্তারা জানান, আমরা সবাই হাসপাতাল নির্মাণের পক্ষে কিন্তু সিআরবি ধ্বংস করে নয়। তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানটির ঐতিহাসিকতা রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. বিজয় কৃষ্ণ দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক ডা. মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়সহ প্রমুখ।
শত বছরের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ইউনাইটেড গ্রুপের সঙ্গে রেলওয়ের হাসপাতাল নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল লেখক, সাংবাদিক, পরিবেশবিদ ও সামাজিক-রাজনৈতিক কর্মীবৃন্দ।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকা ধ্বংস করে বাণিজ্যিক বেসরকারি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। সিআরবি আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয়। ১৯৭১ সালের চাকসুর জিএসসহ ১০ জন শহীদের কবরস্থান, নববর্ষসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু, চট্টগ্রাম মহানগরীর মানুষের শ্বাস নেওয়ার উন্মুক্ত স্থান। এ ছাড়া সিআরবিতে পিপিপির নামে অত্যন্ত গোপনীয় কায়দায় অর্ধকোটি টাকার বিনিময়ে রেলওয়ে হাসপাতালসহ ছয়'শ শতক রেলভূমি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে লিজ দেওয়ার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে।
বক্তারা আরও বলেন, ‘লিজের চুক্তিতে রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকা দেখিয়ে ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ, ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউটসহ স্বাস্থ্য খাত সম্পর্কিত আরও প্রতিষ্ঠান গড়ার অনুমতি দেওয়া হয়েছে। এখানে একটি হেলিপ্যাড নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এইভাবে রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।’
বক্তারা জানান, আমরা সবাই হাসপাতাল নির্মাণের পক্ষে কিন্তু সিআরবি ধ্বংস করে নয়। তাঁরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানটির ঐতিহাসিকতা রক্ষায় সকল মুক্তিযোদ্ধা, রেলকর্মী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. বিজয় কৃষ্ণ দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক ডা. মাহফুজুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, রেলওয়ে শ্রমিক নেতা রেজানুর রহমান খান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়সহ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫