Ajker Patrika

মুন্সিগঞ্জে কুপিয়ে হত্যার দায়ে ১০ আসামির যাবজ্জীবন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আলী হায়দার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে আসামি আলম, রাজ্জাক, দেলোয়ার, হবি, মোশারফ, রিপন ও শফিক রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত ও মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ৭ জুন রাতে চর বাউসিয়া গ্রামের শান্তি বেগমসহ কয়েকজন লোক বাদীর বাড়িতে গিয়ে জানান, জজ মিয়ার বাড়ির উত্তর পাশের ধানখেতে কাশেমের লাশ পড়ে আছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ধারালো অস্ত্রের আঘাতে কাশেমের মাথায় একাধিক জখম, নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে রিপন গজারিয়া থানায় মামলা করেন। পুলিশ প্রথমে চার আসামিকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ হোসেন বলেন, ‘এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত রায় দিয়েছেন। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত