নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। এ সময় তারা অন্তু রায়ের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও বিশ্ববিদ্যালয়সমূহে উন্নয়ন ফিসহ নামে-বেনামে ফি বৃদ্ধি বন্ধ করা এবং ইউজিসির কৌশলপত্র বাতিলের দাবি জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাবির মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাশেদ শাহরিয়ার। বর্তমান শিক্ষাব্যবস্থায় কৃষক-শ্রমিকদের সন্তানেরা যোগ্যতা থাকার পরও নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ পায় না জানিয়ে তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীরা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির কৌশলপত্র অনুযায়ী বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত আচরণ করছে।’
করোনা মহামারির ফলে দেশে প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানিয়ে রাশেদ শাহরিয়ার বলেন, ‘এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত ছিল যথাসম্ভব ফি মওকুফ করা, রাষ্ট্রের কাজ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রণোদনা দেওয়া। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো বহুদিন ধরেই নিম্নবিত্ত-মধ্যবিত্তদের আওতার বাইরে ছিল। বর্তমানে তথাকথিত পাবলিক প্রতিষ্ঠানগুলোও আর পাবলিকের আওতাভুক্ত থাকছে না।’
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমালোচনা করে রাশেদ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সবার নামেই দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা এত শক্তিশালী যে, তাদের নামে অভিযোগ থাকা সত্ত্বেও তারা ভিসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ হচ্ছে, তাদের শিক্ষক পরিচয়ের চেয়ে সরকার দলীয় লোকের পরিচয়টাই বড়।’
বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার যেই নীল নকশা বহুদিন ধরেই ইউজিসি করে আসছে, আমরা এখন তার পরিণতি দেখতে শুরু করেছি জানিয়ে ছাত্র ফ্রন্টের সভাপতি বলেন, ‘ঢাবি প্রশাসন টানা তৃতীয় বছরের মতো ভর্তি ফরমের দাম বাড়িয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত যেই ফরমের মূল্য ছিল ৩৫০ টাকা, সেই ফরমের মূল্য এই বছর বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই নামে-বেনামে বিভিন্ন ফি নেওয়া হচ্ছে। অবিলম্বে এসব বর্ধিত ফি বাতিল করতে হবে।’
এই দুই দাবিতে আগামী ১৮ এপ্রিল অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনসহ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসভাপতি দীপা মল্লিক, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের প্রচার সম্পাদক সোহবত সোভনসহ প্রমুখ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যাকে কাঠামোগত হত্যাকাণ্ড বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। এ সময় তারা অন্তু রায়ের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও বিশ্ববিদ্যালয়সমূহে উন্নয়ন ফিসহ নামে-বেনামে ফি বৃদ্ধি বন্ধ করা এবং ইউজিসির কৌশলপত্র বাতিলের দাবি জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাবির মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাশেদ শাহরিয়ার। বর্তমান শিক্ষাব্যবস্থায় কৃষক-শ্রমিকদের সন্তানেরা যোগ্যতা থাকার পরও নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ পায় না জানিয়ে তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীরা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির কৌশলপত্র অনুযায়ী বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত আচরণ করছে।’
করোনা মহামারির ফলে দেশে প্রাথমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানিয়ে রাশেদ শাহরিয়ার বলেন, ‘এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত ছিল যথাসম্ভব ফি মওকুফ করা, রাষ্ট্রের কাজ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রণোদনা দেওয়া। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো বহুদিন ধরেই নিম্নবিত্ত-মধ্যবিত্তদের আওতার বাইরে ছিল। বর্তমানে তথাকথিত পাবলিক প্রতিষ্ঠানগুলোও আর পাবলিকের আওতাভুক্ত থাকছে না।’
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমালোচনা করে রাশেদ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সবার নামেই দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা এত শক্তিশালী যে, তাদের নামে অভিযোগ থাকা সত্ত্বেও তারা ভিসি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ হচ্ছে, তাদের শিক্ষক পরিচয়ের চেয়ে সরকার দলীয় লোকের পরিচয়টাই বড়।’
বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার যেই নীল নকশা বহুদিন ধরেই ইউজিসি করে আসছে, আমরা এখন তার পরিণতি দেখতে শুরু করেছি জানিয়ে ছাত্র ফ্রন্টের সভাপতি বলেন, ‘ঢাবি প্রশাসন টানা তৃতীয় বছরের মতো ভর্তি ফরমের দাম বাড়িয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত যেই ফরমের মূল্য ছিল ৩৫০ টাকা, সেই ফরমের মূল্য এই বছর বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই নামে-বেনামে বিভিন্ন ফি নেওয়া হচ্ছে। অবিলম্বে এসব বর্ধিত ফি বাতিল করতে হবে।’
এই দুই দাবিতে আগামী ১৮ এপ্রিল অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনসহ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) নজির আমিন চৌধুরী জয়, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসভাপতি দীপা মল্লিক, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের প্রচার সম্পাদক সোহবত সোভনসহ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে