Ajker Patrika

বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৭
বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের ৯০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের ওজন ১০ কেজি ৫০০ গ্রাম। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ৭ কোটি টাকা মূল্যের সাড়ে ১০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কাকরাইলের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলেছে, বেলা সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত