নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে