নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ১৩৬ গাড়ির বিরুদ্ধে মামলা করে, প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের উভয় পাশ এবং সড়কের পার্শ্ববর্তী দুটি শাখা রোডেও সেনাবাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশি চৌকি থেকে সন্দেহভাজন প্রাইভেটকার ও হেলমেটবিহীন মোটরসাইকেলগুলোকে সিগন্যাল দেওয়া হয়। পরবর্তীতে প্রাইভেটকারে অবৈধ কিছু পাওয়া না গেলে ছেড়ে দেওয়া হয় এবং হেলমেট না থাকা মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মধ্যরাত ১২টার দিকে উত্তরা থেকে একটি গাড়িতে ৩০০ ফিট সড়ক দিয়ে যাচ্ছিলেন চারজন তরুণ-তরুণী। সেনাবাহিনী সিগন্যাল দিয়ে তাঁদের গাড়ির পেছনের ব্যাকডালা খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে দুটি বিদেশি মদের বোতল। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।
গাড়ি থেকে মদের বোতল পাওয়া প্রসঙ্গে গাড়িতে থাকা এক তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমার জন্মদিন ছিল। তাই আমরা উত্তরার কিংফিশার বারে গিয়েছিলাম। সেখানে আমরা ড্রিংকস করেছি। আসার সময় এক ভাই দুই বোতল দিয়েও দিয়েছে।’
পরবর্তীতে আটক ওই চার তরুণ-তরুণীকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এদিকে সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে ৩০০ ফিট সড়ক দিয়ে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন এক তরুণ। তাঁর কাছে সেভেন আপের বোতলের ভেতর থেকে মদ পায় সেনাবাহিনী। তাঁকেও পুলিশে দেওয়া হয়।
এদিকে রাত ১টার দিকে রূপগঞ্জের দিক থেকে প্রাইভেটকারে করে পাঁচজন ৩০০ ফিট সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মদসহ তাঁদের আটক করা হয়।
আটকদের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বন্ধু-বান্ধব মিলে ৩০০ ফিট সড়কে গিয়েছিলাম। পরে আসার সময় সেনাবাহিনী তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ও মোজোর বোতলে মদ পায় সেনাবাহিনী।’
এছাড়াও সরকারি কাজে বাধা ও অন্যান্য অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
অভিযানকালে সরেজমিনে দেখা যায়, আইন অমান্যের শীর্ষে মোটরসাইকেল। যেসব গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে, তার অধিকাংশই মোটরসাইকেল।
উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘৩০০ ফিট সড়কে ১৩৬টি গাড়ির বিরুদ্ধে ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ মদ পরিবহন ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ১২ জনকে আটক করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় ২৭টি বাইক ও দুটি গাড়ি জব্দ করে ডাম্পিং করার জন্য পুলিশকে দেওয়া হয়েছে।’
অভিযানকালে সেনাবাহিনীর ৮০ জন সদস্যের একটি টিম, ট্রাফিক পুলিশের চারজন সার্জেন্টসহ কয়েকজন কনস্টেবল ও খিলক্ষেত থানা-পুলিশের একটি টহল টিম অংশ নেয়।
অভিযানে উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রফিক পরিদর্শনে আসেন।
অভিযানের বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) রিযাউল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘১২ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। এক মামলায় চারজন এবং আরেক মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার জরিমানা করে।
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ১৩৬ গাড়ির বিরুদ্ধে মামলা করে, প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের উভয় পাশ এবং সড়কের পার্শ্ববর্তী দুটি শাখা রোডেও সেনাবাহিনীর তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশি চৌকি থেকে সন্দেহভাজন প্রাইভেটকার ও হেলমেটবিহীন মোটরসাইকেলগুলোকে সিগন্যাল দেওয়া হয়। পরবর্তীতে প্রাইভেটকারে অবৈধ কিছু পাওয়া না গেলে ছেড়ে দেওয়া হয় এবং হেলমেট না থাকা মোটরসাইকেলের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, মধ্যরাত ১২টার দিকে উত্তরা থেকে একটি গাড়িতে ৩০০ ফিট সড়ক দিয়ে যাচ্ছিলেন চারজন তরুণ-তরুণী। সেনাবাহিনী সিগন্যাল দিয়ে তাঁদের গাড়ির পেছনের ব্যাকডালা খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে দুটি বিদেশি মদের বোতল। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন।
গাড়ি থেকে মদের বোতল পাওয়া প্রসঙ্গে গাড়িতে থাকা এক তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমার জন্মদিন ছিল। তাই আমরা উত্তরার কিংফিশার বারে গিয়েছিলাম। সেখানে আমরা ড্রিংকস করেছি। আসার সময় এক ভাই দুই বোতল দিয়েও দিয়েছে।’
পরবর্তীতে আটক ওই চার তরুণ-তরুণীকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এদিকে সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে ৩০০ ফিট সড়ক দিয়ে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন এক তরুণ। তাঁর কাছে সেভেন আপের বোতলের ভেতর থেকে মদ পায় সেনাবাহিনী। তাঁকেও পুলিশে দেওয়া হয়।
এদিকে রাত ১টার দিকে রূপগঞ্জের দিক থেকে প্রাইভেটকারে করে পাঁচজন ৩০০ ফিট সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় মদসহ তাঁদের আটক করা হয়।
আটকদের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বন্ধু-বান্ধব মিলে ৩০০ ফিট সড়কে গিয়েছিলাম। পরে আসার সময় সেনাবাহিনী তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ও মোজোর বোতলে মদ পায় সেনাবাহিনী।’
এছাড়াও সরকারি কাজে বাধা ও অন্যান্য অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
অভিযানকালে সরেজমিনে দেখা যায়, আইন অমান্যের শীর্ষে মোটরসাইকেল। যেসব গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে, তার অধিকাংশই মোটরসাইকেল।
উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘৩০০ ফিট সড়কে ১৩৬টি গাড়ির বিরুদ্ধে ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ মদ পরিবহন ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ১২ জনকে আটক করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় ২৭টি বাইক ও দুটি গাড়ি জব্দ করে ডাম্পিং করার জন্য পুলিশকে দেওয়া হয়েছে।’
অভিযানকালে সেনাবাহিনীর ৮০ জন সদস্যের একটি টিম, ট্রাফিক পুলিশের চারজন সার্জেন্টসহ কয়েকজন কনস্টেবল ও খিলক্ষেত থানা-পুলিশের একটি টহল টিম অংশ নেয়।
অভিযানে উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব ও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রফিক পরিদর্শনে আসেন।
অভিযানের বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) রিযাউল জব্বার আজকের পত্রিকাকে বলেন, ‘১২ জনের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। এক মামলায় চারজন এবং আরেক মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার জরিমানা করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে