নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়াদের শেষ সময়ে এসে বাড়তি খরচ হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পে। বাড়তি ১ দশমিক ১৬ কিলোমিটার লাইনসহ অন্যান্য কাজ যোগ হওয়ায় এই প্রকল্পে (এমআরটি-৬) ব্যয় বেড়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বা ৫২ দশমিক ২৫ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেলের সংশোধনীসহ মোট আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সভা শেষে অনুমিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিকল্পনাসচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাড়তি লাইন নির্মাণ, স্টেশন প্লাজাসহ অন্যান্য কাজের কারণে বাড়তি ব্যয় হবে।
২০১২ সালে অনুমোদন পাওয়া মেট্রোরেল লাইন-৬-এর মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। অর্থায়ন করে জাইকা। শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কথা ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার যোগ হয়ে লাইনের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। নতুন কাজের কারণে ব্যয় বেড়ে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
প্রকল্পের জমি অধিগ্রহণে ৫ হাজার ৬৩৩ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া চারটি স্টেশন প্লাজা নির্মাণে ৮৭৮ কোটি ৮৬ লাখ টাকা, চারটি এলাকায় ফুটপাত নির্মাণ ৭৫ কোটি টাকা এবং পরামর্শক খাতে বাড়তি ৫৭৬ কোটি টাকা ব্যয় হবে। গত জুন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হলো ৯২ শতাংশ।
ব্যয় বাড়ার পাশাপাশি প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষের পথে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই অংশে চলবে মেট্রোরেল। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও।
প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত রয়েছে।
মেট্রোরেল সম্পর্কিত আরও পড়ুন:
মেয়াদের শেষ সময়ে এসে বাড়তি খরচ হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পে। বাড়তি ১ দশমিক ১৬ কিলোমিটার লাইনসহ অন্যান্য কাজ যোগ হওয়ায় এই প্রকল্পে (এমআরটি-৬) ব্যয় বেড়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বা ৫২ দশমিক ২৫ শতাংশ।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেলের সংশোধনীসহ মোট আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। সভা শেষে অনুমিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিকল্পনাসচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাড়তি লাইন নির্মাণ, স্টেশন প্লাজাসহ অন্যান্য কাজের কারণে বাড়তি ব্যয় হবে।
২০১২ সালে অনুমোদন পাওয়া মেট্রোরেল লাইন-৬-এর মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। অর্থায়ন করে জাইকা। শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কথা ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার যোগ হয়ে লাইনের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। নতুন কাজের কারণে ব্যয় বেড়ে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
প্রকল্পের জমি অধিগ্রহণে ৫ হাজার ৬৩৩ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া চারটি স্টেশন প্লাজা নির্মাণে ৮৭৮ কোটি ৮৬ লাখ টাকা, চারটি এলাকায় ফুটপাত নির্মাণ ৭৫ কোটি টাকা এবং পরামর্শক খাতে বাড়তি ৫৭৬ কোটি টাকা ব্যয় হবে। গত জুন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হলো ৯২ শতাংশ।
ব্যয় বাড়ার পাশাপাশি প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষের পথে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই অংশে চলবে মেট্রোরেল। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও।
প্রাথমিক পরিকল্পনা অনুসারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত রয়েছে।
মেট্রোরেল সম্পর্কিত আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে