নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ছুটি এবারের ঈদে। ঈদের আগেও যেমন ছিল, পরেও রয়েছে ছুটি। রাজধানীবাসী তাই ঈদের ছুটি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ ঈদের আগে গেছেন গ্রামের বাড়ি, কেউ যাচ্ছেন এখনো।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার তাই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীও দেখা গেল বেশ। আর যাঁরা ঈদের আগেই গিয়েছিলেন তাঁদের কেউ কেউ এরই মধ্যে ফিরতে শুরু করেছেন ঢাকায়। ছুটি বাকি এখনো দুদিন। গাঘেঁষা ভিড়ের শহর ঢাকা এখনো তাই ফাঁকা।
ছোট ছেলে মুনতাসিরকে নিয়ে কমলাপুর রেলস্টেশন থেকে বের হচ্ছিলেন নূরজাহান আশরাফী। বেসরকারি চাকরিজীবী তিনি। ঈদের আগে ছুটি নেওয়ায় আজ শুক্রবার থেকেই তাঁর অফিস শুরু হবে। তিনি বললেন, ‘অনলাইন কার্যক্রম আমাদের। ২৪ ঘণ্টা সার্ভিস দিতে হয়। তাই অফিসের সবাই ছুটি পায়নি। আমি আগে ছুটি পেয়েছি। তাই ঈদ শেষ করেই ঢাকায় ফিরতে হলো।’
অনেকের হাতে ছুটি থাকলেও সন্তানের পড়াশোনার জন্যও ফিরছেন ঢাকায়। চাকরিজীবী জামশেদ হোসেন তেমন একজন। তিনি বললেন, ‘ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তারপরও ঢাকায় ফিরতে হলো। বাচ্চাদের পড়াশোনায় বিরতি হয়ে যাবে। আগামী সপ্তাহে ওদের স্কুল খুলবে। তাই আর দেরি করলাম না।’
আবার ব্যবসায়ী ইয়ার খান পরিবারের সদস্যদের পাঠাচ্ছেন গ্রামের বাড়ি। তিনি বললেন, ‘আমি যাচ্ছি না। বাচ্চা ও স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠাচ্ছি। দাদুর সঙ্গে দেখা করতে যাবে ওরা। ওদের পড়াশোনার ব্যাপার ছিল। তাই আগে পাঠাইনি। এখন একটা গ্যাপ পেলাম। ছুটিও আছে। তাই পাঠাচ্ছি।’
ছুটি বেশি হওয়ায় ঘুরতে যাওয়া কিংবা বিয়ের দাওয়াতেও যাচ্ছেন অনেকে। চাকরিজীবী দাউদ আর রহমান পরিবারসহ যাচ্ছেন চট্টগ্রামে আত্মীয়ের বিয়েতে। জানালেন, এবার ছুটি ঈদের আগেও আছে, আবার পরেও আছে। তাই যেকোনো সময় যাওয়ার সুযোগ থাকছে। তাড়াহুড়ো নেই।
ঈদ উপলক্ষে নিরাপত্তা ও যাত্রীসেবায় নানা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, অর্থাৎ আরএনবি কন্ট্রোলরুম, রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুম, র্যাব-৩ কন্ট্রোলরুম। এ ছাড়া লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেলপ ডেস্ক করা হয়েছে যাত্রীসেবায়।
স্টেশনের তথ্যকেন্দ্র থেকে তথ্য সরবরাহকারী মোহাম্মদ আলী জানান, প্রতিদিন সকাল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ৫১টি ট্রেন আসা-যাওয়া করছে ঈদে। শুক্রবার থেকে যাত্রী আসার চাপ বেশি হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ের কর্মকর্তা বলেন, ‘দেখুন, এখনো মানুষ ঢাকা ছাড়ছে। ঈদের ছুটি শেষ হতে আরও দুদিন বাকি। এখনো ঢাকা ফেরার চাপ পড়েনি। তবে শেষ দিন শনিবার বেশ চাপ হবে।’
দীর্ঘ ছুটি এবারের ঈদে। ঈদের আগেও যেমন ছিল, পরেও রয়েছে ছুটি। রাজধানীবাসী তাই ঈদের ছুটি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ ঈদের আগে গেছেন গ্রামের বাড়ি, কেউ যাচ্ছেন এখনো।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বৃহস্পতিবার তাই ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীও দেখা গেল বেশ। আর যাঁরা ঈদের আগেই গিয়েছিলেন তাঁদের কেউ কেউ এরই মধ্যে ফিরতে শুরু করেছেন ঢাকায়। ছুটি বাকি এখনো দুদিন। গাঘেঁষা ভিড়ের শহর ঢাকা এখনো তাই ফাঁকা।
ছোট ছেলে মুনতাসিরকে নিয়ে কমলাপুর রেলস্টেশন থেকে বের হচ্ছিলেন নূরজাহান আশরাফী। বেসরকারি চাকরিজীবী তিনি। ঈদের আগে ছুটি নেওয়ায় আজ শুক্রবার থেকেই তাঁর অফিস শুরু হবে। তিনি বললেন, ‘অনলাইন কার্যক্রম আমাদের। ২৪ ঘণ্টা সার্ভিস দিতে হয়। তাই অফিসের সবাই ছুটি পায়নি। আমি আগে ছুটি পেয়েছি। তাই ঈদ শেষ করেই ঢাকায় ফিরতে হলো।’
অনেকের হাতে ছুটি থাকলেও সন্তানের পড়াশোনার জন্যও ফিরছেন ঢাকায়। চাকরিজীবী জামশেদ হোসেন তেমন একজন। তিনি বললেন, ‘ঈদের ছুটি এখনো শেষ হয়নি। তারপরও ঢাকায় ফিরতে হলো। বাচ্চাদের পড়াশোনায় বিরতি হয়ে যাবে। আগামী সপ্তাহে ওদের স্কুল খুলবে। তাই আর দেরি করলাম না।’
আবার ব্যবসায়ী ইয়ার খান পরিবারের সদস্যদের পাঠাচ্ছেন গ্রামের বাড়ি। তিনি বললেন, ‘আমি যাচ্ছি না। বাচ্চা ও স্ত্রীকে গ্রামের বাড়ি পাঠাচ্ছি। দাদুর সঙ্গে দেখা করতে যাবে ওরা। ওদের পড়াশোনার ব্যাপার ছিল। তাই আগে পাঠাইনি। এখন একটা গ্যাপ পেলাম। ছুটিও আছে। তাই পাঠাচ্ছি।’
ছুটি বেশি হওয়ায় ঘুরতে যাওয়া কিংবা বিয়ের দাওয়াতেও যাচ্ছেন অনেকে। চাকরিজীবী দাউদ আর রহমান পরিবারসহ যাচ্ছেন চট্টগ্রামে আত্মীয়ের বিয়েতে। জানালেন, এবার ছুটি ঈদের আগেও আছে, আবার পরেও আছে। তাই যেকোনো সময় যাওয়ার সুযোগ থাকছে। তাড়াহুড়ো নেই।
ঈদ উপলক্ষে নিরাপত্তা ও যাত্রীসেবায় নানা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, অর্থাৎ আরএনবি কন্ট্রোলরুম, রেলওয়ে পুলিশ কন্ট্রোলরুম, র্যাব-৩ কন্ট্রোলরুম। এ ছাড়া লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেলপ ডেস্ক করা হয়েছে যাত্রীসেবায়।
স্টেশনের তথ্যকেন্দ্র থেকে তথ্য সরবরাহকারী মোহাম্মদ আলী জানান, প্রতিদিন সকাল থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ৫১টি ট্রেন আসা-যাওয়া করছে ঈদে। শুক্রবার থেকে যাত্রী আসার চাপ বেশি হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ের কর্মকর্তা বলেন, ‘দেখুন, এখনো মানুষ ঢাকা ছাড়ছে। ঈদের ছুটি শেষ হতে আরও দুদিন বাকি। এখনো ঢাকা ফেরার চাপ পড়েনি। তবে শেষ দিন শনিবার বেশ চাপ হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে